নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

মোতাব্বির কাগু

।.।

মোতাব্বির কাগু › বিস্তারিত পোস্টঃ

সোলার প্যানেল বসাতে চাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০




বাসায় সোলার প্যানেল বসাতে চাই। দুইটা টেবিল ফ্যান আর দুইটা বাল্ব চালাবো। আমি চাই বেশিক্ষন যাতে চলে। এখন প্রশ্ন হলো
১। প্যানেল নাকি অনেক প্রকার ( মনো , পলি, নীল কালো )এবং অনেক কোম্পানীর। কোনটা ভালো হবে? কত ওয়াটের সোলার প্যানেল লাগাবো ? কেমন দাম আসবে?
২। ব্যাটারী কোনটা ভালো হবে? কত ওয়াটের এবং কোন ব্রান্ডের? ( যেমন টল টিউবলার বা টিউবলার) কেমন দাম আসবে?
৩। সাথে অন্যকোন মেশিন লাগবে? আইপিএস মেশিনের মতো বা কোন চার্যার? কেমন দাম?
৪। কোনভাবে আইপিএস এবং সোলার হাইব্রিড করা যায় না?
৫। আইপিএস কেনা ভালো হবে নাকি সোলার যেহেতু আমি সব কিছু চালাবো না, যাস্ট একজন পেশেন্ট যাতে বিদ্যুৎ না থাক্লেও কষ্ট না পায় তাই কোনটা ভালো হয় ?
আমি সোলার নিয়ে বেশি জানি না । বিভিন্ন গ্রুপে পোষ্ট দেখে যা আইডিয়া পেয়েছি সে অনুযায়ি বললাম।
টোটাল খরচ কেমন হবে এবং এতে মোবাইল চার্য ও ল্যাপটপ চালানো যাবে কিনা সেটাও জানতে চাই। আইপিএস ভালো হবে নাকি সোলার ভালো হবে? আমার সোলারে আগ্রহ বেশী।
সবাইকে অগ্রীম ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো মানের এবং ভালো প্রতিষ্ঠান থেকে না নিতে
পারলে , ভোগান্তি থাকবে ।
সবচেয়ে বড় কথা এক বৎসর পর থেকেই এর র্সাভিসিং
আবশ্যক হবে ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এরপরও সমস্যা থাকলে আপনার ইমেইল থাকলে
বলবেন ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩২

ফ্রেটবোর্ড বলেছেন: ইলেকট্রিক্যাল বিষয়ে যদি ধারণা থাকে এবং টুকটাক কাজ জানা থাকে তাহলে-

ছোট একটা সোলার প্যানেল লাগবে।
একটা ১২ ভোল্ট ১০০ এ্যাম্পিয়ার ব্যাটারি।
একটা চার্জ কন্ট্রোলার।
২টা ডিসি টেবিল ফ্যান এবং ২টা ডিসি বাল্ব।
আর যদি এসি ফ্যান, বাল্ব চালাতে চান তবে একটা ইনভার্টার লাগবে।
সবগুলোর কানেকশন ঠিকঠাক দিয়ে আলো জ্বালিয়ে বাতাস খেতে থাকুন।

পরবর্তী ধাপে যাওয়ার আগে একটা বিষয় ক্লিয়ার করি, আইপিএস এবং সোলার আইপিএস মেশিন দুইটা আলাদা। তবে সোলার আইপিএস মেশিন দিয়ে সোলার ছাড়াও শুধু আইপিএস হিসাবে ব্যবহার করা যায়।

মতামত: আপনার ছোট প্রজেক্টের জন্য সোলার সিস্টেমে না গিয়ে শুধু আইপিএস ব্যবহার করুন। পণ্যের কোন ব্রান্ড বা দাম উল্লেখ করলাম না। সোলার সিস্টেম লিখে ইউটিউবে কিছু ভিডিও দেখুন টোটাল বিষয় আরো ক্লিয়ার হবে।

সবশেষে কি লাগালেন জানায়েন।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৪

শেরজা তপন বলেছেন: ভাল জায়গা থেকে নেন, ভাল মানের, ভাল কাম দিবে - আর কি কইতাম
:) :)
কেউ আপনারে আসল রাস্তা দেখাইল না রে কাগু!!

গ্রামীন সোলারের সাথে যোগাযোগ করেছেন?

০১৭৯০৭৭৭৪৪৪
এই নম্বরে ফোন করে খুব আদবের সাথে বলবেন মাসুদ স্যার আপনি কি আমাকে সোলার সন্মন্ধে কোন উপদেশ দিতে পারেন। আমি আপনার এক গুনগ্রাহীর কাছ তকে ফোন নম্বর পেয়েছি। তিনি আপনার ভুয়সী প্রশংসা করেছেন। যদিও আপনার পদবী সন্মন্ধে কিছু বলেন নাই।
~তিনি যথেষ্ঠ অমায়িক লোক আপনার কথা পছন্দ হলে আশা করি দারুণ একটা পরামর্শ পাবেন। আমাকে এই নামে কিন্তু চিনবেন না।
নম্বরটা মুছে ফেলবেন। উনি যদি না বলেন তো পরে উনার পরিচয় দিব।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৭

মোতাব্বির কাগু বলেছেন: আপনি আমার ব্লগে আসছেন বিশ্বাসই হচ্ছে না। ভালো থাকবেন অবিরাম। নাম্বার সেভ করেছি। আপনার কমেন্ট ডিলিট করার সাহস আমার নেই। আপনি নম্বর ডীলিট বা কমেন্ট ইডিট করে দিয়েন ।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মালয়েশিয়াতে ভালো সোলার প্যানেল তৈরী হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.