![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণ মানুষ। সত্য ভালোবাসি, সত্যকে খুঁজি, মানার চেষ্টা করি। শখ করে কবিতা, গল্প, উপন্যাস লিখি। ফেসবুকে পাবেন আমাকে ashiq07ru লিখে সার্চ দিলেই।
কেউ বা ভালবাসার জন্য হয় স্বৈরাচারী।
কেউ বা বনের সন্নাসী হয় ছেড়ে বাড়ী।
কেউ বা বালিশ ভেজায় অশ্রুজলে।
কেউ বা ঝুলে সিলিং ফ্যানের তলে।
কেউ বা ধরে মদ গাজা সিগারেট।
কেউ বা হয় দেবদাস জুলিয়েট।
কেউ বা হয় খুনে ভাসা রাঙ্গাস্রোতে
কেউ বা পাগল হয়ে পরে রয় পথে।
ভালবাসার জন্য ট্রয় নগর পুড়ে হয় ছাই।
কত হৃদয় পুড়ে গেছে তার হিসাব নাই!
ভালবাসা লাগায় জাতিতে জাতিতে দ্বন্দ্ব।
কত আশার সম্ভাবনা হয়ে যায় বন্ধ!
ভালবাসা যে আগুন! পুড়াবেই পুড়াবে।
হৃদয়টাকে ভেঙ্গে চুরে গুড়াবেই গুড়াবে।
হে যুবক, গজিয়েছে পাখা? ভালবাসার স্বাদ নিতে ইচ্ছে করে?
মনে রেখ তবে, পিপীলিকার গজায় পাখা মরিবার তরে।
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
সুলতান আশিক মাহমুদ বলেছেন: ভালোবাসা সম্পর্কিত।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: ভালবাসার কবিতা।
++++