![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণ মানুষ। সত্য ভালোবাসি, সত্যকে খুঁজি, মানার চেষ্টা করি। শখ করে কবিতা, গল্প, উপন্যাস লিখি। ফেসবুকে পাবেন আমাকে ashiq07ru লিখে সার্চ দিলেই।
তুমি প্রায়ই বল "আমি এত অধৈর্য কেন?"
আমিও বুঝি না ধৈর্য বিচ্যুতির কারন কোনও।
সবাই জানে আমি এক ধার্যিক পুরুষ।
তবে তোমার মাঝে কেন হারাই হুশ?
কেন তোমার জন্য আমি বেকুল হয়ে উঠি?
তোমার মাঝে আছে কি কোনও মোহিনী শক্তি?
তোমার মাঝে কেন এত প্রেম এত সান্ত্বনা?
এত আকাঙ্ক্ষা, এত আকর্ষণ, এত প্রেরণা?
তুমি আমার মনের ফুয়েল মনেতে তোমার বাস
তোমাকে নিয়েই গড়ব আমি শান্তির আবাস।
তুমি আমার প্রাণ সজনী স্বপ্ন সুখের আশা।
তুমি আমার স্নিগ্ধা প্রিয়া আমার ভালোবাসা।
২| ০৭ ই মে, ২০১৬ রাত ১:১৮
সুলতান আশিক মাহমুদ বলেছেন: স্মৃতি এতো দূর্বল না তো। ভুলা কঠিন।
৩| ১৮ ই মে, ২০১৬ সকাল ৮:৫২
অচল জ্ঞানী বলেছেন: ওয়াও কাক্কু
৪| ০১ লা জুন, ২০১৬ রাত ১২:০৪
সুলতান আশিক মাহমুদ বলেছেন: ওয়াও ভাতিজা.।.।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ রাত ১:১৫
সাইদ আইনস্টাইন বলেছেন: ভুলে যান ওস্তাদ ভুলে যান। যত তাড়াতাড়ি ভুলবেন ততই মঙ্গল