নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত মত ৩৩ পথ

আশীষ কুমার

সামুতেই আছি, কোথায় আর যাবো...

আশীষ কুমার › বিস্তারিত পোস্টঃ

নয়াদিগন্তে মাওলানা আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ড বিষয়ক খবরের মন্তব্য

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

নয়াদিগন্তে মাওলানা আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ড বিষয়ক খবরের মন্তব্যগুলো একটু পড়ে দেখেন। পাকিস্তানী কীবোর্ড ছাড়া এই রকম মন্তব্য সম্ভব না...



mohammed says:



It is fac justice

Reply

jibon says:



আমরা আগাি jantam…..

Reply

্তাম...............।।মনির says:



আইটা একটা অগ্রিম পরিকরপলনা …… ।আমরা আগে থেকে জানতাম……………।।

Reply

SHOHID says:



ইতিহাসে এ বিচার জগন্য মিথ্যাচার হিসাবে জায়গা পাবে———-সরকার বাদি——–

—————————————————–সরকার বিবাদি———-

—————————————————–সরকার অবিযোগ কারি—–

—————————————————–সরকার বিচাররক———



হাসিনা সরকার পারবে কিছু ইসলামি নেতাদের মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করতে—বিচার অবশ্যই দুই টাইমে সম্পন্ন হবে ১. মানুষের দরবারে ২. মহান প্রভুর দরবারে যেদিন কারো রাজ ক্ষমতা কাজে আসবেনা—সরকারের মিশন সব ইসলামি নেতাদের ফাসাবে এবং ফাঁসি দিবে–তবে বাস্তব হলো লাভ হবে না—এই ইসলামি নেতাদের তৈরি করা লোকেরাই দ্বীন ইসলাম কায়েমের নজরানা পেস করবে—আমিন

Reply

মামুন আযিয says:



আওয়ামী লীগ পাগল হয়ে গেছে

Reply

Ahsan says:



It was preplan. Mya be they are happy but they have to understand Final decision Maker for Death/ Live is almight ALLAH. Let us see wait and see the judgment from ALLAH.

Reply

Ismail says:



It is fac justice

Reply

ZAHIDUL says:



very bad tribunal

Reply

Razu Rahman says:



All judges of tribunal and related lawyers should be hanged because of declaring the pre-decided judgement

Reply

khoka says:



A drama staged by ruling Awamileauge to continue in power

Reply

ফকির মজুমদার says:



উচ্ছসিত হওয়ার মত কোন রায় আদালত দিতে পারে নি । তারা শুধু তাদের খায়েশের জানান দিয়েছে । ২৪/২৫ বছর বয়সের এক যুবক মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী সকল অপরাধের নেতৃত্ব দিয়েছে । ৪০/৫০ জনের বাহিনী নিয়ে সব অপকর্ম করেছে কিন্তু প্রসিকিউশন তার একজন সহযোগীকে সাক্ষী হিসেবে হাজির করতে পারে নি ! বড়ই অদ্ভুত । ফাঁকা মাঠে ৮ অভিযোগের ১টি প্রমান করতে পারে নি । আমার তো মনে হয় রাষ্ট্র পক্ষই আপিল করবে । আমি আবারও বলছি আমি বিশ্বাসীদের বিশ্বাস করি । আল্লাহ্‌ সকলের সহায় হউন । আমীন । যে আবুল কালাম আজাদকে আমি চিনি । তাকে আমি ভালবাসি । আমি মাওলানা আবুল কালাম আজাদকে শ্রদ্ধা করি ভালবাসি ।

Reply

M.H.Zahid says:



মৃত্যুদন্ড হওয়ার জন্য অপরাধ কতটুকু সন্দেহাতীত প্রমাণিত হওয়া দরকার, এ ধরণের সাক্ষ্যের ভিত্তিতে ফাসীর আদেশ দিলে ভবিষ্যতে ফাসীর আদেশের প্রয়োগ বেড়ে যেতে পারে।

যে অপরাধের জন্য উনাকে ফাসী দেওয়া হল হল তার চেয়ে কত বেশী প্রত্যক্ষ সাক্ষী রয়েছে বাকৃবির রাব্বী হত্যা, বিশ্বজিত হত্যা – এগুলোর আসামীর ফাসী কি হবে, বিচারপতির কি সে সাহস আছে – বোধ হয় নেই।

Reply

razaul says:



সরকারের দেয়া রায় পড়ে শুনান হল ,

Reply

কাজী ইসহাক says:



পালতু রায়।

Reply

এম এস আর শামীম says:



দেশ নতুন করে কলংকিত হলো আবার।

Reply

masud says:



what is this…what kind of justices it,,how funny….

Reply

Ali says:



বাংলাদেশে মানবতা নিরবে নিভৃতে কাঁদে।

Reply

আহাদ says:



বুঝলাম একটি ড্রামার প্রথম পর্ব।

Reply

Abu Nazmi says:



আলকুরআনের কথা বলাই এদের অপরাধ।

Reply

mohammad ilyas says:



যিনি পলাতক তার রায় দেওয়া হল, আর যারা বন্দী তাদের রায় হচ্ছেনা, ডাল মে কুচ কালা হে >>>>

Reply

M B Haque says:



রেডিমেইড বিচারের রেডিমেইড রায়, তাতে অবাক হবার কিছু নেই। এ আদালতের রায় সারা দুনিয়ার বিবেকবান মানুষের কাছে হাসির খোরাক।

Reply



মূল খবর

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

বোকামন বলেছেন: “পাকিস্তানী কীবোর্ড ছাড়া এই রকম মন্তব্য সম্ভব না...”


২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

হামিম ঢাকা বলেছেন:

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

আশীষ কুমার বলেছেন: ভুদাইয়ের মতো প্রশ্ন করলেন।

বাংলাদেশের খেলার আগের দিনইতো রেডি করে রাখি সব বাদ্যযন্ত্র আর সাজ সরঞ্জাম। জিতলেই মিছিল...

তারা জানতো রায়ে কি হতে পারে, তাই প্রস্তুতি পূর্ণই ছিল।

টাকা বায়তুল মালের না।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

শয়তান ২০০০ বলেছেন: shob gola rajakarer put

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

নিয়েল ( হিমু ) বলেছেন: জারজদের আর কি বলার আছে বলেন ?

এখন সিলেটের আশিশ ভাই আপনি বলেন যে আবাল কামাল বেজাতের নামটা আপনে শিরনামে কেন ভুল লেখলেন ?

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

আশীষ কুমার বলেছেন: ভুল হৈছেনি বাই?

আমিতো নয়াদিগন্ত থেকে কপি মারলাম। তেনারা এখনো সম্মানটা বজায় রেখেছেন কিনা...

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: “পাকিস্তানী কীবোর্ড ছাড়া এই রকম মন্তব্য সম্ভব না...” :-B :-B

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

শয়ন কুমার বলেছেন: জারজদের আর কি বলার আছে ?? 'বাচ্চু রাজাকার বিষয়ে তো তার পরিবারেরই মাথাব্যথা নেই।বাচ্চুরে নির্দোষ প্রমান করার জন্যে বাচ্চুর পক্ষে তো জামাতের কোন শালাই সাক্ষী দিতে এলো না!! এখন আবার সরকাররে গালি দিতাছে !!

এই সেই বাচ্চু রাজাকার যার ১৯৭২ সালেই দালাল আইনেই মুক্তিযুদ্ধে গনহত্যার দায়ে দন্ড হইছিল ।শেখ মজিবের মৃত্যুর পরে জেনারেল জিয়া দালাল আইন বাতিল করার মাধ্যমে কারাগারে আটক হত্যা, লুটপাট, ধর্ষন এবং স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি সম্পর্কের দায়ে বিচারাধীন যুদ্ধাপরাধী ও দন্ডপ্রাপ্ত যে ১১ হাজার যুদ্ধাপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়েছিলেন।তাদের­ মধ্য এই বাচ্চু রাজাকার একজন ।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

আশীষ কুমার বলেছেন: তা যা বলেছেন... :) :)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: রায় পূর্বপরিকল্পিত না কি মন্তব্য পূর্বপরিকল্পিত? নয়া দিগন্তের পাঠক যারা তারা তো এসব কথা বলবেই। কারণ মীর কাশেমের রায়ও তো আসছে।
যারা অপরাধী তারা জানে রায় কি হবে। যারা ক্ষতিগ্রস্থ তারাও জানে ন্যায় বিচার হলে রায় কেমন হবে? অতএব .....

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: রায় পূর্বপরিকল্পিত না কি মন্তব্য পূর্বপরিকল্পিত? নয়া দিগন্তের পাঠক যারা তারা তো এসব কথা বলবেই। কারণ মীর কাশেমের রায়ও তো আসছে।
যারা অপরাধী তারা জানে রায় কি হবে। যারা ক্ষতিগ্রস্থ তারাও জানে ন্যায় বিচার হলে রায় কেমন হবে? অতএব .....

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

আশীষ কুমার বলেছেন: দৈনিক সংগ্রামের পেজটা দেখে আসেন? পুরাই সাদা পাতা। কোন আপডেট নাই। দেশে আজ কিচ্ছু ঘটে নাই...।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

সোলেমানের বাপ বলেছেন: তারা তো ঠিক কথাই লিখছে। ট্রাইবুনালে কি হচ্ছে এটা এখন দেশের জনগন জানে। দেশের মানুষ এখন এত বোকা না।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

আশীষ কুমার বলেছেন: সোলেমানের বাপ ঠিক বলেছেন।

পাকিস্তানের জনগণ জানে ট্রাইবুনালে কী হচ্ছে।
পাকিস্তানের জনগণ এত বোকা না।

তাই শত চেষ্টা করেও বাঙ্গালীদের বিজয় কোন কালেই ঠেকাতে পারেনি।

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

প্রগতিশীল ইকবাল বলেছেন: সোলেমানের বাপ বলেছেন: তারা তো ঠিক কথাই লিখছে। ট্রাইবুনালে কি হচ্ছে এটা এখন দেশের জনগন জানে। দেশের মানুষ এখন এত বোকা না।

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

এমদাদুল কদির বলেছেন: সোলেমানের বাপ বলেছেন: তারা তো ঠিক কথাই লিখছে। ট্রাইবুনালে কি হচ্ছে এটা এখন দেশের জনগন জানে। দেশের মানুষ এখন এত বোকা না।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

আশীষ কুমার বলেছেন: সোলেমানের বাপের কীবোর্ড, 'মেইড ইন পাকিস্তান"। আপনার?

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

শয়ন কুমার বলেছেন: জারজদের আর কি বলার আছে ?? 'বাচ্চু রাজাকার বিষয়ে তো তার পরিবারেরই মাথাব্যথা নেই।বাচ্চুরে নির্দোষ প্রমান করার জন্যে বাচ্চুর পক্ষে তো জামাতের কোন শালাই সাক্ষী দিতে এলো না!! এখন আবার সরকাররে গালি দিতাছে !!

এই সেই বাচ্চু রাজাকার যার ১৯৭২ সালেই দালাল আইনেই মুক্তিযুদ্ধে গনহত্যার দায়ে দন্ড হইছিল ।শেখ মজিবের মৃত্যুর পরে জেনারেল জিয়া দালাল আইন বাতিল করার মাধ্যমে কারাগারে আটক হত্যা, লুটপাট, ধর্ষন এবং স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি সম্পর্কের দায়ে বিচারাধীন যুদ্ধাপরাধী ও দন্ডপ্রাপ্ত যে ১১ হাজার যুদ্ধাপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়েছিলেন।তাদের­ মধ্য এই বাচ্চু রাজাকার একজন ।

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

শ্বর্ণকিট বলেছেন: আমি পাকিস্তানি জারজ বলেছেন: সোলেমানের বাপ বলেছেন: তারা তো ঠিক কথাই লিখছে। ট্রাইবুনালে কি হচ্ছে এটা এখন দেশের জনগন জানে। দেশের মানুষ এখন এত বোকা না।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

আশীষ কুমার বলেছেন: সোলেমানের বাপের কীবোর্ড , "মেইড ইন পাকিস্তান"।

ইদানিং পাকিস্তানীরাও বাংলা শিখছে। বাংলা ব্লগে তাদের আগমন তাই প্রমাণ করে।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

সাত সাগেরর মাঝি বলেছেন: যে অপরাধের জন্য
উনাকে ফাসী দেওয়া হল হল তার
চেয়ে কত বেশী প্রত্যক্ষ
সাক্ষী রয়েছে বাকৃবির রাব্বী হত্যা,
বিশ্বজিত হত্যা – এগুলোর আসামীর
ফাসী কি হবে, বিচারপতির কি সে সাহস
আছে – বোধ হয় নেই।
Sohomot.

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

আশীষ কুমার বলেছেন: সেই সাথে বিশ্বজিত হত্যাকারীদের....

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

ইয়াংিক বলেছেন: বুঝি না সর্কার এর ফাসির রায় দিল কেন? এই হারামি ত পলাতক। জে কয় তা ধরা আছে তাদের রায় চাই।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

আশীষ কুমার বলেছেন: হবে আশা রাখি ... :) :)

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

কান্না হাসি বলেছেন: Every Day is not Sunday.

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

এমদাদুল কদির বলেছেন:
@লেখক ভাই, আমার 'মেইড ইন বাংলাদেশ"। আপনার……???

"একটি গুরুওপুর্ন কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ রায় নিয়ে তাঁর সন্তুষ্টি বা অসন্তুষ্টি নেই। তিনি বলেন, কারণ তিনি বাহাত্তর সালে এই অপরাধের বিচার চেয়েছিলেন, কিন্তু পাননি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, উল্টো তাঁরাই মুক্তিযুদ্ধের সনদ নিয়ে ঘুরছেন। তিনি বলেন, সঠিক বিচার করলে আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হলে সমস্যা। চার-পাঁচজনের বিচার করলে এই সিম্বলিক বিচার দিয়ে কী হবে। তিনি বলেন, যাঁরা উপস্থিত, তাঁদের বিচার আগে না করে যিনি পলাতক, তাঁর বিচার আগে করা হলো। এটা কোনো নাটক কি না, এ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।"

পরিশেষে নিশ্চয়ই সত্যের শক্তি মিথ্যার চেয়ে বহুগুণ বেশী। মিথ্যা সাময়িকভাবে বিজয়ী হলেও চূড়ান্ত বিচারে অবশ্যই পরাজিত।
ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.