![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৩৮
আশীষ কুমার বলেছেন: সহ্যতো করতেই হবে। কিন্তু ছবিটা দেখুন। বিজ্ঞাপনগুলো পোস্টের ফাঁকে দিলেও হয়। কিন্তু ব্লগে ঢুকেই দেখি ব্লগ নাই।
২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৪৩
আবু শাকিল বলেছেন: নহে মিথ্যা : ভাই ব্লগ সচল রাখতে প্রতি মাসে মাসে সামুকে টাকা গুনতে হয়... আর এই টাকা আসে এই সকল এড দিয়েই... আমার মনে হয় এটুকু সহ্য করা উচিত
৩| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫৯
চড়ুই বলেছেন: আপনি থিক বলেছেন আমিও আপনার সাথে একমত কিন্তু কি করবেন
ফেসবুক এর মতো সাইট গুলরও একি অবস্থা।
কিছু করার নাই।
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:১৩
আশীষ কুমার বলেছেন: নিজের অস্থিত্বকে নিচে নামিয়ে এখানেই.কম কে উপরে রাখা ভালো লক্ষণ না।
৪| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:১৫
চড়ুই বলেছেন: ??????
০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৭
আশীষ কুমার বলেছেন: বিজ্ঞাপনে ঠেলায় ব্যানার চলে আসছে নিচে...
৫| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:২৮
চড়ুই বলেছেন:
৬| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: সমস্যাটি কি খুব বড় হয়ে দাঁড়িয়েছে? চলতে দিন, অভ্যস্ত হতে শিখুন ।
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৮
আশীষ কুমার বলেছেন: একটা সময় ছিল ব্লগে একটাও বিজ্ঞাপন ছিল না। যখন এটা শুরু হলো তখন অনেক ক্যাচালও হলো। মাঝে কিছুদিন বিজ্ঞাপন বন্ধও ছিল। কিন্তু নিজের ব্যানার নিচে নামিয়ে অন্যের বিজ্ঞাপন দেয়াটা দৃষ্টিকটু। চলতে দেয়ার ফলেই এটা হয়েছে।
অভ্যস্ত না হয়ে উপায় নেই। কিন্তু এর পরেও এটা দৃষ্টিকটুই থেকে যায়। দুটি পোস্টের মাঝেও কিন্তু বিজ্ঞাপন দেয়া যায়। আর কোন পোস্ট খুললে তখন আর বিজ্ঞাপন আসে না। সেখানেও দিতে পারে।
৭| ০২ রা জুলাই, ২০১৪ রাত ৯:৫৭
অবাধ্য সৈনিক বলেছেন: এই রকম গুরুত্বপূর্ন এবং তথ্য সম্বলিত পোস্টের জন্য লেখকের একটা অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য
৮| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:০৭
ভোরের সূর্য বলেছেন: সামুকে বিভিন্ন এ্যাড দিয়ে চলতে হয় সেটা জানি বলেই এই এ্যাডগুলো নিয়ে খুব বেশী কিছু বলার নাই তবে একটা বিষয়ে আমি একমত যে সামু ওপেন করলেই প্রথমেই এ্যাডগুলো আসে মানে পুরা মনিটর জুড়ে লেখা বাদে শুধুই এ্যাড।এটা সত্যি দৃষ্টিকটু লাগে।
তবে বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে বিভিন্ন ব্লগার ভাইদের ডিজাইন করা প্রতিদিনের ওয়াল পেপারগুলো এ্যাড নয়।
তবে সামুর একটু সচেতন হওইয়া উচিৎ এ্যাডগুলো কোথায় কোথায় দিলে ব্লগারদের কাছে দৃষ্টিকটু লাগবে না আবার সাথে সাথে প্রয়োজনটাও মেটানো যাবে।
০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:২১
আশীষ কুমার বলেছেন: আমি ঠিক এটাই বলতে চেয়েছিলাম। খোলার পর পুরো মনিটর জুড়ে কোন পোস্ট নেই। যা আছে তার প্রায় পুরোটাই বিজ্ঞাপন।
বিজ্ঞাপনতো দিতেই হবে কিন্তু নিজেদের ব্যানার নিচে নামিয়ে বিজ্ঞাপন দেয়াটা দৃষ্টিকটু।
শুরুতেই পুরো পাতা জুড়ে বিজ্ঞাপন দেখাটা আমার কাছে বিরক্তিকর মনে হয়েছে। যদিও এটা এক সেকেন্ডের বিষয়। স্ক্রল করলেই নিচে চলে যাওয়া যায়। কিন্তু ব্যাপারটা দৃষ্টিকটুই থেকে যায়।
৯| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:২০
কেএসরথি বলেছেন: তাও আবার ব্লগ খুললেই বিশাল এক ছাগলের চেহারা দেখা যায়
১০| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: বানিজ্যে বসতি লক্ষ্ণী!
১১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:০৭
সুমন কর বলেছেন: সব ঠিক আছে। কিন্তু কিছু এ্যাড দৃষ্টিকটু।
আগে নিশ্চিতে বাচ্চাদের সামনে সামু ওপেন করা যেত। এখন মাঝে মাঝে সংকোচ হয়।
ছবি দিতে পারছি না।
একদিন এ ধরনের এ্যাড দেখেছিলাম। ওপরের অংশটুকু দেবার মতো।
আশা করি, কর্তৃপক্ষ সচেতন হবে।
১২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২০
কানা দাজ্জাল বলেছেন: ভাই গুড়ের পরিমান অনেক বেশী ছিল, তাই মিঠাটাও বেশী
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৩৬
নহে মিথ্যা বলেছেন: ভাই ব্লগ সচল রাখতে প্রতি মাসে মাসে সামুকে টাকা গুনতে হয়... আর এই টাকা আসে এই সকল এড দিয়েই... আমার মনে হয় এটুকু সহ্য করা উচিত