নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছর চাকরি করেছি; অবসর নিয়েছি কর্নেল পদবীতে ২০০৬ সালে। এরপর এযাবৎ প্রিন্সিপাল হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে; এখন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-তে। ‘স্কুল সাইকোলোজি’ নিয়েও কাজ করছি।

আশরাফ আল দীন

কবি, শিক্ষাবিদ ও প্যারেন্টিং এক্সপার্ট

আশরাফ আল দীন › বিস্তারিত পোস্টঃ

সাধারণ মানুষের অসাধারণ কাহিনী

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯


ঘটনাটা ঘটেছিল এভাবেঃ একটি ছোট ছেলেকে গাড়ী সাফ করতে দেখে মোহাম্মদ আইয়ুব (পাকিস্তানের নাগরিক) তার কাছে জানতে চান সে পড়ালেখা করেছে কিনা। ছেলেটি জবাব দিয়েছিল, “আমরা গরীব মানুষ। পড়ালেখা আমাকে কে করাবে?” শুনে তাঁর মায়া হলো। তিনি বল্লেন, “আমি তোমাকে পড়াবো। পড়বে?” শুনেই ছেলেটা মহা খুশী! তার আগ্রহ দেখে মোহাম্মদ আইয়ুব সেই টোকাই ছেলেটাকে খাতা-পেন্সিল কিনে দিয়ে খোলা মাঠে বসিয়ে পড়ানো শুরু করলেন। এক দুই করে শিক্ষার্থী ‘টোকাই’র সংখ্যা হয়ে গেল, এক সপ্তাহের মধ্যেই, ৫০ জন। শুরু হয়ে গেল তাঁর, অফিস ছুটির পর, নিয়মিত একটি কাজ।
মোহাম্মদ আইয়ুব সাধারণ একজন অগ্নিনির্বাপক-কর্মী, সল্প আয় এবং সীমিত সাধ্য! তারপরও, দেখুন, দরাজ দীল এই লোকটি গত ৩০ বছর ধরে কীভাবে অতি-দরিদ্র ‘টোকাই’ ছেলে-মেয়েদের পড়া-লেখা শেখাচ্ছেন, খোলা ময়দানে মাটিতে বসে। এতে উপকৃত হয়েছে অনেকেই, অনেকেরই জীবন-যাপন উন্নত হয়েছে, মাশাআল্লাহ!
এধরণের সেচ্ছাসেবীর প্রয়োজন আমাদের সমাজেও, অধিক সংখ্যায়। এ ধরণের দেশপ্রেমিক উদারপ্রাণ নাগরিকের প্রয়োজন পৃথিবীর অনুন্নত ও উন্নয়নশীল দেশে দেশে। #সেচ্ছাসেবক #জনকল্যাণ #Charity #socialactivism

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

টারজান০০০০৭ বলেছেন: সেটাই ! জাতিগঠনে আমাদেরও ভূমিকা থাকা দরকার। সবকিছু সরকারের ঘাড়ে বা অন্যদের ঘাড়ে চাপাইয়া বিশিষ্ট সমালোচক হইয়া না জাতির লাভ আছে না নিজের ! বরং নিজের সামর্থ্য , সুযোগ অনুযায়ী জাতিকে কিছু দিতে পারাটাই দেশ ও জাতির এগিয়ে যাওয়ার পদক্ষেপ।

ভালো লাগলো !

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

আশরাফ আল দীন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
‘হাত বাড়িয়ে দিতে হবে’ আমাদের প্রত্যেককেই যার যার সামর্থ্য অনুযায়ী।
দেশ তো আমাদেরই!

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

নজসু বলেছেন: ভালো উদ্দ্যোগ

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

আশরাফ আল দীন বলেছেন: ধন্যবাদ।
দেখাতে হবে যে, আমরাও পারি!

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: বাহ !!

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

আশরাফ আল দীন বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: আমাদের দেশে এধরনের সমাজসেবী মানুষের খুব খুব দরকার।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

আশরাফ আল দীন বলেছেন: ধন্যবাদ।
আসুন না, আমি-আপনি হাত বাড়াতে শুরু করি, অন্যের সাহায্যে!

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

নীল আকাশ বলেছেন: মাহমুদুর রহমান বলেছেন: আমাদের দেশে এধরনের সমাজসেবী মানুষের খুব খুব দরকার। - স হ ম ত। বাংলাদেশে খুবই দরকার ভালো মানুষের......

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

আশরাফ আল দীন বলেছেন: ধন্যবাদ।
আমাদের প্রতিটি প্রজন্মকেই উদ্যেগী হতে হবে। সংগঠিত করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.