নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছর চাকরি করেছি; অবসর নিয়েছি কর্নেল পদবীতে ২০০৬ সালে। এরপর এযাবৎ প্রিন্সিপাল হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে; এখন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-তে। ‘স্কুল সাইকোলোজি’ নিয়েও কাজ করছি।

আশরাফ আল দীন

কবি, শিক্ষাবিদ ও প্যারেন্টিং এক্সপার্ট

আশরাফ আল দীন › বিস্তারিত পোস্টঃ

আল মাহমুদ

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

আজো তিনি সচল আছেন, প্রৌঢ় লগ্নেও ক্লান্তিহীন
লিখে যান সব্যসাচী দ্রোহীর মতো,
বলে যান নির্ভার কথাগুলো অকপট সংক্ষুব্ধ হৃদয়ে;
এদেশের মৃত্তিকার ঘ্রাণ নেবে, তাঁর চেয়ে
খাঁটি কোন নাসারন্ধ্রের খোঁজ আমি তো জানিনা!
কেবল জানি নদী ও নারীর কথা হৃদয়ের শুদ্ধপাঠে
অনর্গল বলে যেতে তিনিই পারেন।
চকচকে দা’ হাতে চন্দ্রালোকে সরে দাঁড়ায়
তাঁর গল্পের সাহসী নারীরা, তবু তিনি
কবিতার জন্যে দূরন্ত সাহসে ছুটে যান বহুদূর---
আর, আমরা পাঠক যারা তাঁর পাঠে হয়ে থাকি বুঁদ;
বাংলা সাহিত্যের যাচ্না ও প্রার্থনা তিনি
কবি আল মাহমুদ।
নির্ভীক মানুষ এক আজন্ম আপোষহীন সদা-সৈনিক,
গণতন্ত্রের লেবাসপরা স্বৈরাচার কারাবন্দী করেছে তাঁকেও;
আজো তাঁর লিখিত বাণী অত্যাচারী ও নাস্তিকদের
বুকের ভেতর জাগায় কাঁপন।
গণমানুষের তিনিই আপন।
আজো তিনি সচল আছেন, এরচে’ বড় সৌভাগ্য
এই দেশ ও জাতির আর কী হতে পারে!
অনন্তকাল থাকুন বেঁচে আমাদের হৃদয় আধারে।

আশরাফ আল দীন
[email protected]
#poetryashrafaldeen #almahmud #আলমাহমুদ #আশরাফআলদীনেরকবিতা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেবল জানি নদী ও নারীর কথা হৃদয়ের শুদ্ধপাঠে
অনর্গল বলে যেতে তিনিই পারেন।

.............................................................. জীবন বহতা নদী
থেমে গেলেই মৃত হয়ে যায় ।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬

আশরাফ আল দীন বলেছেন: ধন্যবাদ সুন্দর ও কাব্যিক মন্তব্যের জন্য।

২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: আল মাহমুদ এর 'কাবিলের বোন' পড়েছেন?
অথবা
'উপমহাদেশ'?

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

আশরাফ আল দীন বলেছেন: তারপর বলবেন ‘যেভাবে বেড়ে উঠি’র কথা? হা হা হা!
ধন্যবাদ।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১২

কালো_পালকের_কলম বলেছেন: কবিতাটা ভালো হয়েছে

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩০

আশরাফ আল দীন বলেছেন: সত্যিই কৃতার্থ বোধ করছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.