নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছর চাকরি করেছি; অবসর নিয়েছি কর্নেল পদবীতে ২০০৬ সালে। এরপর এযাবৎ প্রিন্সিপাল হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে; এখন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-তে। ‘স্কুল সাইকোলোজি’ নিয়েও কাজ করছি।

আশরাফ আল দীন

কবি, শিক্ষাবিদ ও প্যারেন্টিং এক্সপার্ট

আশরাফ আল দীন › বিস্তারিত পোস্টঃ

একা

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫

একা ।। আশরাফ আল দীন

আমিও তো একটা ডাক শোনার জন্য অপেক্ষা করছি,
একটি কবিতা বা
কবিতার মতো ডাক
অন্তরীক্ষ থেকে আমার কাছে পৌঁছোবে বলে অপেক্ষা করছি,
সেই কবে থেকে, দিশা পাওয়া মুশকিল!

তুমি ভাবছো আমি প্রেমের কথা বলছি?
হ্যাঁ, প্রেমই তো!
যে প্রেম মায়ের বুকের ভেতর দলা পাকিয়ে থাকে;
যে প্রেম ভাইয়ের জন্য বোনকে সবকিছু বিসর্জন দিতে উসকে দেয়;
যে প্রেমের জন্য পিতা উদয়াস্ত খেটে খেটে
আসমানের দিকে তাকিয়ে মৃদু হেসে স্বস্তি প্রকাশ করে;
আর, যে প্রেমের জন্য উঠতি বয়সের ছেলেরা বলো মেয়েরা বলো
অনর্থক খলবলিয়ে হাসতে থাকে!

তার চে'ও গভীর প্রেমে একটি ডাক
আমার কাছে পৌঁছোবে বলে আমি অপেক্ষা করছি দীর্ঘদিন।

সেই ডাক শুনে আমিও তাৎক্ষণিক রওয়ানা হবো,--
আমার যাত্রা হবে শুরু।
তুমি ভাবছো আমি বিদায় নেবো চিরতরে, তোমার অশ্রুতে ভিজে?
না।
আমি তো ভাবছি, আসল জগতে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য
আমার দেহ তার চোখ বুঁজবে আমার মন তার চোখ খুলবে
আর, আমি আমার সে চোখ দিয়ে
দেখবো, যিনি আমাকে নিরন্তর ডাকছেন তাঁকে
বড্ড নিকট থেকে!
সেটাই আমার আশা, আমার আনন্দ;
পরম পাওয়া।
অপেক্ষায় থাকার উদ্বেগ নিয়ে এখানে আমি তাই একাকীত্ব বোধ করি
একা হয়েই থাকি বরাবরই;
বিভু্ঁইয়ে পড়ে থাকা বিত্তবান প্রবাসী মতো।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার হয়েছে।
মুগ্ধতা ছুয়ে গেল...

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৭

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৩

রুমী ইয়াসমীন বলেছেন: কবিতাটা পড়ে অনেক মুগ্ধ হলাম।

"অপেক্ষায় থাকার উদ্বেগ নিয়ে এখানে আমি তাই একাকীত্ব বোধ করি
একা হয়েই থাকি বরাবরই;
বিভু্ঁইয়ে পড়ে থাকা বিত্তবান প্রবাসী মতো।"

এই শেষ চরণগুলো যেন আমার নিজের অনুভূতির প্রকাশ!
এককথায় পুরোটাই অসাধারণ লাগছে।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৭

ইমু সাহেব বলেছেন: অসাধানরন কবি !!
সরল সাবলীল , ছুয়ে গেলে একেবারে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.