নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছর চাকরি করেছি; অবসর নিয়েছি কর্নেল পদবীতে ২০০৬ সালে। এরপর এযাবৎ প্রিন্সিপাল হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে; এখন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-তে। ‘স্কুল সাইকোলোজি’ নিয়েও কাজ করছি।

আশরাফ আল দীন

কবি, শিক্ষাবিদ ও প্যারেন্টিং এক্সপার্ট

আশরাফ আল দীন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮

কবিতা ।। আশরাফ আল দীন

: কেমন আছেন?
: মন্দ না!
চারিদিকে বিপদ আসার ঝাঁপ-দরোজা বন্ধ না;
মনটা তবু উজার করে করছি খোদার বন্দনা।

এর চে' বেশি বলবো কি আর?
ঘুরছে মাথায় 'বুলেট ফিয়ার'!
নিরাপদে ফিরবো ঘরে এই কথা কে বলবে ডিয়ার?

মানুষগুলোর মুখ দেখেছো? কেমন নিরানন্দ না?
মেজাজটাকে খিঁচড়ে তোলে পথের খানাখন্দ না,
হায়! জীবনের কাব্য জুড়ে দুমড়ে যাওয়া ছন্দ না;
এখন তো আর আমার সাথে পাকিস্তানের দ্বন্দ্ব না!
তবুও কেমন সন্দেহ আর বিভেদ নিয়ে ছুটছি সবাই।
একটুখানি দাঁড়াও তো ভাই!
ভাবো দেখি, তোমার এখন এক জীবনে আর কী কী চাই?
কিরিচ হাতে ছোটে যারা তারাও আমার বাঙালি ভাই!
(মানবতা পায়ে পিষে ওদের শুধু ক্ষমতাই চাই?)
পশুর মত নির্বিকারে দেখছি পাশেই হচ্ছে জবাই!

যেটাই বলো, পাচ্ছি না ঠাঁই! ডুবছি তবু পাচ্ছি না ঠাঁই!
বলতে পারো কোথায় লাটাই? কোথায় ধরা ঘুড়ির লাটাই?

তবুও বলি, মন্দ না!
জেগে আছি ভোরের আশায়, জানলা আজো বন্ধ না।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ স্যার !! ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.