নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছর চাকরি করেছি; অবসর নিয়েছি কর্নেল পদবীতে ২০০৬ সালে। এরপর এযাবৎ প্রিন্সিপাল হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে; এখন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-তে। ‘স্কুল সাইকোলোজি’ নিয়েও কাজ করছি।

আশরাফ আল দীন

কবি, শিক্ষাবিদ ও প্যারেন্টিং এক্সপার্ট

আশরাফ আল দীন › বিস্তারিত পোস্টঃ

একাকিত্ব

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১০

একাকিত্ব ।। আশরাফ আল দীন

একা হতে হতে একা থেকে থেকে একা হয়ে গেছি আরো,
তোমরা কিছুটা ভালোবাসা দিও যেভাবে যেটুক পারো।
একা তো এসেছি একাই যাবো তবু ভয় একা থাকা,
এটাই যেন প্রবল সূর্যকে মেঘ দিয়ে ঢেকে রাখা!

ভালোবাসা আসে মেঘ রূপ নিয়ে থাকতে দেয় না একা,
তাতেই হয় না একা পথচারীর একাকিত্ব শেখা!
এক এক করে মেঘ সরে যায় ক্ষণ জীবনের মতো,
জীবন তো চায় সত্য শেখাতে আমি শিখি আমার মতো!

ভালোবাসা ছাড়া হয় না জীবন তাই বুঝি তাকে খুঁজি,
একাকিই যাবো তবুও হৃদয়ের হাহাকারটুকু বুঝি।
দূর থেকে দেখি আমার প্রভুর ভালোবাসার হিমালয়,
সেই পর্বতের আরোহী হতে আমারও তো শখ হয়!
এই দ্বান্ধিকে একা একা আমি সকলের সাথে মিশি,
এক হাতে ধরা প্রেমের পতাকা, মুখে টেনে রাখা হাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.