নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছর চাকরি করেছি; অবসর নিয়েছি কর্নেল পদবীতে ২০০৬ সালে। এরপর এযাবৎ প্রিন্সিপাল হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে; এখন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-তে। ‘স্কুল সাইকোলোজি’ নিয়েও কাজ করছি।

আশরাফ আল দীন

কবি, শিক্ষাবিদ ও প্যারেন্টিং এক্সপার্ট

আশরাফ আল দীন › বিস্তারিত পোস্টঃ

যেভাবে যক্ষের ধন

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

যেভাবে যক্ষের ধন ।। আশরাফ আল দীন

যক্ষের ধনের মতো জড়িয়ে ধরেছিলাম
তোমাকে এবং তোমার চারপাশের
রূপ রস গন্ধে ভরা সমগ্র পৃথিবীটাকে
পাওয়া না পাওয়ার দ্যোতনায় ছিলাম
কাব্য করে জীবনটাকে ভরিয়ে দিয়েছিলাম
দীর্ঘ পথ হেঁটেছিলাম
বহু রাত জেগেছিলাম
অক্লান্ত খেটেছিলাম আশায় আশায়
তারপর
যা কিছু না-পাওয়ার তাকেই
পাওয়া মনে করে মেনে নিয়েছিলাম
আর
এখন দেখো বয়সের ভারে হারিয়ে গেছে রূপ
সোনা রূপার মতো চকচকে যা কিছুই ছিল লোভনীয়
তার সবই ঘোলাটে জোছনার ভেতর অর্থহীন হতে হতে দৃশ্যপট থেকে চলে গেছে অনেক দূরে
আমি এখন বুঝতে পারি যক্ষের ধন মানে কিছুই নয়
খানিকটা লোভ খানিকটা দম্ভ আর খানিকটা
অর্থহীন প্রতিযোগিতা।
সত্যি করেই বলছি এখন আমি এর কোনোটাতেই নেই।
তুমি ভালো আছো তো?

মিরপুর।।২১.৯.১৯

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
সহজ সরল ভাষা।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: এত সুন্দর কবিতা অথচ কোনো মন্তব্য নেই!!
ব্লগারদের হলো কি??

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

নির্মমও বটে সময়ের প্রতারণা ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

নূনের বাপ বলেছেন: বাহ !! দারুন লেগেছে :)

৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনামে চমৎকার একটি কবিতা। বিশেষ করে কবিতার সমাপ্তিটা অতি চমৎকার হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.