নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছর চাকরি করেছি; অবসর নিয়েছি কর্নেল পদবীতে ২০০৬ সালে। এরপর এযাবৎ প্রিন্সিপাল হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে; এখন অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-তে। ‘স্কুল সাইকোলোজি’ নিয়েও কাজ করছি।

আশরাফ আল দীন

কবি, শিক্ষাবিদ ও প্যারেন্টিং এক্সপার্ট

আশরাফ আল দীন › বিস্তারিত পোস্টঃ

ভিন্ন মর্যাদায় ঈদ উদযাপন

১৩ ই মে, ২০২০ রাত ১১:২৪

জানতে পারলাম, কোন কোন শপিংমল ও মার্কেট সিদ্ধান্ত নিয়েছে ঈদের আগে দোকান না খোলার। যারা দোকান খুলেছে তারাও আমাদেরকে বাধ্য করছে না তাদের ওখানে গিয়ে ভীড় করার জন্য।
সিদ্ধান্ত আমারঃ আমি মার্কেট এবং শপিং মলে যাব কি যাব না!
আমরা সকলে মিলে এবার ভিন্ন রকম ঈদ উদযাপন করতে পারি, ভিন্ন মাত্রায়, ভিন্ন মেজাজে।

আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি এবারের ঈদের খরচটা বাঁচিয়ে ক্ষুধার্ত মানুষকে দান করার এবং নিরাপদে ঘরে থাকার।
আসুন আমরা একে অন্যকে প্রভাবিত করি, আমাদের সন্তানদেরকে ধৈর্যশীল হতে উৎসাহিত করি, তাদের হাত দিয়ে গরীবকে খাবার বিতরণ করি এবং ভিন্ন অনুপ্রেরণায় সহজ-সরল ভাবে ঈদ উদযাপন করি।

আমরা সিদ্ধান্ত নিতে পারি কোভিড-১৯ প্রভাবিত এবারের ঈদে আমরা কোন নতুন জামা কিনবো না। যা আছে তা দিয়েই আমরা ঈদ উদযাপন করব। বাইরে বেশি মেলামেশা না করে নিজেদের ঘরের মধ্যেই নিরাপদে থাকবো, ইনশাল্লাহ।

আমার এটাই সিদ্ধান্ত। আপনার?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২০ রাত ১২:৩২

নেওয়াজ আলি বলেছেন: তালাবন্দী ঈদ উপহার করোনার

২| ১৪ ই মে, ২০২০ রাত ৩:০৩

রাজীব নুর বলেছেন: নতুন জামা নিয়ে আমি চিন্তিত না। অলরেডি ঘরে আমার ৪/৫ টা নতুন জামা আছে। একদিনও পড়া হয় নি। শুধু নতুন জুতো নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.