নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখজনক ... ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না

ছোটনা হাই স্কুল > নটরডেম কলেজ > বুয়েট > মিশিগান ইউনিভার্সিটি > ঢাকা। (মাতৃভূমি থেকে শুরু সেখানেই শেষ)

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী

ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় নি ......

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

"একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার" জামাতী-শিবিরের ব্লগারগণ একটু ব্যাখ্যা করে দিন তো বিষয়টা !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

সকাল ১১ টার দিকে আফিসের পাশ দিয়ে জামাত-শিবির মিছিল নিয়ে গেল। কিছুক্ষন কাজ বন্ধ রেখে একমনে তাদের স্লোগানগুলো শুনলাম। কি বলতে চায় তারা!!! আতঙ্কিতও হলাম, কারণ তাদের বক্তব্য, চলন ও স্লোগানে স্পস্ট গৃহযুদ্ধ লাগানোর পাপী আভাস। শুনুন তাদের স্লোগানগুলো-



একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,



ঘেড়াও ঘেড়াও ঘেড়াও হবে ট্রাইবুনাল ঘেরাও হবে,



সাইদীর কিছু হলে জ্বলবে আগুন হাসিনার ঘরে,



জেলের তালা ভাঙব সাইদীকে আনবো,



সবাই ধরলে ধরে না শিবির ধরলে ছাড়ে না,





আচ্ছা ব্লগে তো অনেক জামাতী-শিবিরের ব্লগার আছেন, আপনারাও জানেন আমরাও জানি, সর্বোপরি ইতিহাস সাক্ষ্য দেয় একাত্তরে আপনাদের হাতিয়ার ব্যবহৃত হয়েছিল আমাদের বাংলার মানুষকে রক্তাক্ত করতে; আমাদের মা-বোনদের ইজ্জত-সম্ভ্রম নস্ট করতে; আমাদের পাকিস্থানের স্থায়ী দাসত্বে বাধ্য করতে। সুতরাং এই কথা দ্বারা আপনারা কি বুঝাতে চাচ্ছেন "একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার"।

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা ভুদাইদের কাছে ব্যাখ্যা কি চান ?

উহাদেরকে যদি প্রশ্ন করেন তোর আব্বা কে?

পাকিস্তানি না ভারত না বাংলাদেশ সেটা নিয়াই চিন্তায় ম্যা ম্যা করে, উত্তর দেওয়ার কথা ভাবার উপায় কোথায়!?

ছাগলদের ভাব এমন যেন একাত্তুরে যুদ্ধ করে দেশ উদ্ধার করছে ওরা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: শিবিরের সঙ্গ পাপ। অমার্জনীয়।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

মিজান আফতাব বলেছেন: সাইদী কিংবা কাদের মোল্লার রায় হওয়ার পর শিবিরের কুকুরগুলো আরো হিংস্র হয়ে উঠবে। সরকারের আরো সতর্ক হতে হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: সমস্যা হচ্ছে প্রসাশনে জামাতের পেইড এজেন্ট অনেক। গোয়েন্দাদের তারা বিভ্রান্ত করার চেষ্টা করে।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

রিফাত হাসান০২২৮ বলেছেন: ১)ড্রিমি টিনটিন
২)শিক্ষানবিস
৩)পাতলু
৪)বাকরুদ্ধ আমি
৫)মাসুদ সিলেটি
৬)সোলেমানের বাপ
৭)মির্জা আশরাফুল ইসলাম
৮)বিবিধ
৯)ভিটামিন এ
১০)ওহ
১১)শাহ্‌রিন
১২)উমাইর চৌধুরী
১৩)না তুমি না আমি


ওদের মতে ওদের বাপ সাইদ্যি,নিজামীরা ৭১ এ কুন অপরাধ করে নাই !!!!!!!!!!!!!!!!!
নাকি ৭১ নামক কোন সাল ক্যালেন্ডারে ছিল না ?????
এইসব যুক্তির পিছনে কথায় না পেরে ওদের রাজাকার বাপদের বাচানোর জন্য উঠে পরে লাগছে জনমত ও ইতিহাসের বিপরীতে অবস্থান নিয়ে
[থু] এইসব সার্টিফিকেট ধারী মূর্খদের(এদের মধ্যে আবার মেডিকেল এর স্টুডেন্ট ও আছে).................

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: শিবির ব্রেন ওয়াশে সিদ্ধহসত্। মেডিকেল হোক আর বুয়েটেরই হোক শিবির শিবিরই। এদের সাথে কথা বলতেও আমার কেন জানি ঘৃণা হয়।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: জেলের তালা ভাঙব সাইদীকে আনবো

কত সুন্দর হুমকি !!!

হাসিনা জামাতকে নিষিদ্ধ না কারলে এই ভুলের জন্য পস্তাবে ...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: হাসিনা জামাতকে নিষিদ্ধ না কারলে এই ভুলের জন্য পস্তাবে ...

আপনার বক্তব্যে সহমত।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাংবাদিক মানেই সাংঘাতিক হাসিনা জামাতকে নিষিদ্ধ না কারলে এই ভুলের জন্য পস্তাবে ...

জাতি পস্তাবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: সহমত।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

এক্সপেরিয়া বলেছেন: শিবির দেশের ভিতর অস্থিরতা করে তাগোর আব্বা ফাকিস্তানের মত দেশটাকে করতে চায় ।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

এই আমি সেই আমি বলেছেন: আসুন জামাতের এই শ্লোগানে নৈতিক সমর্থন দেই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: আপনার বয়স ৪০ এর আশেপাশে নাকি?

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

চলতি নিয়ম বলেছেন: =p~ =p~

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

ছাসা ডোনার বলেছেন: আসলে জামাত শিবির কে চিরদিনের জন্য বাংলার মাটি থেকে বিদায় না দিলে এখানে কোনদিনও শান্তি আসবে না।আসুন সবাই মিলে এদের মুখে থুতু দেই!!!!!!!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: শুধু থুতু দিলে কি চলবে ???

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

মুনতাসীর রোমান বলেছেন: ছাগলের দল দিব ব্যাখ্যা যারা মা-বোনদের সম্মান বোঝেনা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

একা স্বপ্নীল পথিক বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাংবাদিক মানেই সাংঘাতিক হাসিনা জামাতকে নিষিদ্ধ না কারলে এই ভুলের জন্য পস্তাবে ...

জাতি পস্তাবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: জাতি পস্তাবে ....................... এটাই সত্য।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

নন্দনপুরী বলেছেন:


ওদের বাবাগো ফাঁসি হওনের পর ওদের পুটকির চামড়া তুইল্লালমু...............ইনসাআল্লাহ।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

আয়মানভষ্কি বলেছেন: ইতিহাস সাক্ষ্য দেয় বলে যেটা লিখসেন সেইটা আপনার অজ্ঞতা অথবা আপনি ভন্ড মুতা মামুনদের বানোয়াট ইতিহাস পড়ছেন। ইতিহাস সাক্ষ্য দেয় এই অপকর্মগুলো করেছে চিহ্নিত ১৯৫ জন পাকি যুদ্ধাপরাধী।

তারপরও এগুলোরে কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। চোরাঞ্জিত গুপ্তকেশ বা আবুল টাইপ কিছু আওয়ামী বদমাশ অথবা ঢাবির আবুবকর সহ অসংখ্য ছাত্রের খুনী কিছু কুত্তালীগ যদি অন্তত এই উপলক্ষে শিবিরের 'ক্ষুরে' বলি হয়ে যায় আমার মনে হয় পদ্মাসেতুবঞ্চিত শেয়ারব্যবসায়ী আর বিএসেফ শাসিত সীমান্ত ও ৭৪ এর বাসন্তির ২০১৩ ভার্সনে আত্মহত্যাকারী ক্ষুধার্ত বাঙ্গালীরা অখুশি হবেনা। এটা হলো ইতিহাসের শাবদিক অর্থ অনুযায়ী খুনকা বদলা খুনের হিসেবে ব্যাখ্যা।

এবার যদি ইতিহাসের চেতনাভিত্তিক ভাবার্থ হিসেব করি তাহলেও একাত্তরের হাতিয়ার বর্তমানের রাজাকারদের বিরুদ্ধে গর্জে উঠলে তাকে স্বাগত ই জানানো উচিত ৪০ টাকা কেজির চাল খাওয়া ভেতো বাঙালীর। ২৫ বছরের পাকি শাষনের চেয়ে কয়েকশগুন বেশি শোষন হয়েছে ৪২ বছরে আর শ্লোগানগুলো দিছে ৭১পরবর্তি প্রজন্ম। তারা চেনে এই সময়ের দালাল দেশদ্রোহি কারা ।
আরো একভাবে ব্যাখ্ষা হতে পারে। নানা ধরনের চোর বাটপার আর পকেটমারদের দিয়ে সাক্ষী সাজানো আর SKYPE ফাঁস হবার পরে এটা নিশ্চিত যে ট্রাইবুনালে বিচার হচ্ছেনা, একটা দলের নেতাদের খুনের আয়োজনে আইওয়াশ চলতেছে। তো, যাদেরকে খুন করা হইতেছে তাদের হাতেও অন্তত ক্ষুরখানা যেহেতু আছে, তারা সেটায় শান দেবার অধিকার রাখেনা এটা ভাবা ই তো অন্যায় ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: আপনার সাথে কথা কাটাকাটি করার ইচ্ছে আমার নেই। তবে আপনি চতুরতার সাথে মূল প্রসঙ্গটি এড়িয়ে গেছেন, যা আপনাদের মজ্জাগত স্বভাব।

"ইতিহাস সাক্ষ্য দেয় বলে যেটা লিখসেন সেইটা আপনার অজ্ঞতা"

আপনাকে এই কথাটির প্রতিউত্তরে একটি নোংরা গালি দেয়া উচিত ছিল। অভ্যাস নেই তাই পারলাম না। আপনাদের সংগ্রাম পত্রিকার কাটিংগুলোইতো আপনাদের বিপক্ষে কথা বলছে। লেখাপড়া করেননি মনে হয় জীবনে, করলে সেগুলো চোখে পরার কথা।

কিছু লিংক দিলাম, সত্য জানার ইচ্ছো থাকলে কাজে আসবে আপনার

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

আরো অনেক অনেক ডকুমেন্ট নেটে আছে, খুজলে পাবেন।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ












১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

রাজন আল মাসুদ বলেছেন: @আয়মানভষ্কি তোরে তোর্ বাপেগো ক্ষুর দিয়াই পিছন বরাবর টান দিতে হইব.........তাইলেই ক্ষুর এর শান কেমন হইছে সারা জীবন মনে রাখবি হারামজাদা.............

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: চুইদীর ফোনসেক্স নিয়ে কেউ কিছ বললেন না যে ... লইট্রা ফিস, মেশিন চলবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: মনে করিয়ে দেয়ায় ধন্যবাদ।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

rafiq buet বলেছেন: শিবিরের সঙ্গ পাপ। অমার্জনীয়।




সহমত ...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন:
জামাতকে নিষিদ্ধ না কারলে এই ভুলের জন্য পস্তাবে বর্তমান সরকার।

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

রিফাত হাসান০২২৮ বলেছেন: কাদের মোল্লা একাত্তরে যেমন অপরাধ করেছে, তেমনি করেছে একাত্তরের পরেও। স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের আলো-বাতাসে নিঃশ্বাস নিয়ে নিমকহারাম কাদের মোল্লা মাত্র কিছু দিন আগেই বলেছে, "দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে নয়, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল ভারতীয় স্বার্থ আর সুন্দরী নারীর লোভে!"


একাত্তরের হাতিয়ার গর্জে উঠলে রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধী-রাষ্ট্রদ্রোহী কাদের মোল্লাদের রক্ষা নেই। ওরা নিশ্চয়ই সতেরো কোটি মানুষের চেয়ে শক্তিশালী নয়! যুদ্ধাপরাধের বিচার ইশুতে সতেরো কোটি মানুষ ঐক্যবদ্ধ।

২১| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: রিয়াদ ভাই,

এই ব্যাখ্যা ওরা দিতে পারলে তো হইসিলই!

যাক, ঈদ মোবারক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.