![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের মন ভাল নেই
আকাশের বুকে জমেছে মেঘ
ম্লান হেসেছে বলেছিলে তুমি।
ভোরের তাজা ফুল বিকেলে ঝরে যায়
তাই দেখে তুমি বলেছিলে-
ফুলেরও মন ভাল নেই
ফুলের শুকিয়ে যাওয়া গা দেখিয়ে বলেছিলে এই হল বেদনার ক্ষত চিহ্ন!
ফুলের মতো আমিও তোমার দেওয়া বেদনায় শুকিয় যাই
ঝরে যাই পাতার মতো
তুমি পথিক হয়ে সেই ঝরা পাতা অবলীলায় দুপায়ে মাড়িয়ে যাও
শুনো মর্মর ধ্বনী
শুধু সে বেদনা তোমায় স্পর্শ্য করেন!
যেন তুমি এক অপার্থিব সুখের বাসিন্দা!!
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
আসিফ ইকবাল ইরন বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
আকাশ মামুন বলেছেন: কবিতার উঠোনে আপনার পাতা ঝড়া শীত নয় আসুক কচি পাতার বসন্ত।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬
আসিফ ইকবাল ইরন বলেছেন: আসুক
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
তোমোদাচি বলেছেন: কবতে বালা অইচে !!