![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যে আলোকময় স্বদেশের স্বপ্ন দেখেছিলাম
আজ সেই স্বদেশ ঢেকে গেছে আধারে
আজ সেই স্বদেশের মৃত্তিকাকে খাদ্য বানিয়ে নিয়েছে
একদল মানুষ্য পোকামাকড়।
শিল্পি যে স্বদেশের নৈসগের ছবি একেছিলো
পিতা যে সমৃদ্ধ স্বদেশের স্বপ্ন দেখেছিলো
সে স্বপ্ন্গুলো শাখা প্রশাখা বিসৃত হবার আগেই
লু›িঠত হয়ে যায় লুঠেরার হাতে।
একাত্তরে আমাদের পূর্বপুরুষ যে স্বাধীনতার স্বপ্ন একেছিল
তাদের স্বাপ্নিক চোখে
আজ সেই স্বাধীনতায় শিকল পড়িয়ে
বন্ধি হয়ে গেছে দু:স্বপ্নের খাচায়।
তবে কি আমাদের সেই স্বপ্নগুলো ছিলো
নিছক অন্ধকার রাতের নিদ্রায়?
তবে কি আমাদের স্বপ্নগুলো বিক্রি হয়ে যাবে
কাটাতারের ওপাড়ে?
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
তবে কি আমাদের সেই স্বপ্নগুলো ছিলো
নিছক অন্ধকার রাতের নিদ্রায়?
তবে কি আমাদের স্বপ্নগুলো বিক্রি হয়ে যাবে
কাটাতারের ওপাড়ে?