![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি শরতের শুভ্র কাশফুল
তুমি অগ্রহায়ণের শস্যশীলা
তুমি বৃক্ষের সুরভিত ঘ্রান
তুমি পৌষে শীতের কুয়াশা।
তুমি নষ্ট যুবকের শুদ্ধ প্রেম
তুমি যৌবন
মহলে জড়িয়ে থাকা
নকশীকাঁথা
তুমি শেষ রাত্রির বিবস্ত্র
চুম্বন
তুমি রতিক্লান্ত প্রেমিকের
কবিতার খাতা।
তুমি চির শুদ্ধতম শান্তি
তুমি জীবনান্দের প্রিয় পদ্য
তুমি আকাশ ও মৃত্তিকা
তুমি আমার জীবনের হীরন্ময়
আরাধ্য।
©somewhere in net ltd.