![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনে ঘুরতে ঘুরতে এক শেয়াল দেখে হাতি হুইস্কি খাচ্ছে।সে হাতির কাছে যেয়ে বলে - ছি ছি হাতি মশায় আপনি এ কি করছেন,আপনি আমাদের মধ্যে সব থেকে বড়, আপনি যদি এটা খান তাহলে আমরা কি শিখব আপনার কাছ থেকে?তারচেয়ে আসেন জীবনটা উপভোগ করি,চলেন আমরা বনে এক চক্কর দিয়ে আসি।
এবার দুইজন মিলে ঘুরতে ঘুরতে দেখে সিংহ বিয়ার খাচ্ছে।তো শেয়াল যেয়ে সিংহকেও বলল- রাজামশাই, আপনি যদি এইসব ছাইপাশ খান তবে আমাদের কি হবে? আমরা কার কাছে যাবো বিচার চাইতে? তারচেয়ে আসেন জীবনটা উপভোগ করি,চলেন আমরা বনে এক চক্কর দিয়ে আসি।
এবার তিনজন মিলে ঘুরতে ঘুরতে দেখে বাঘ বাংলা মদ খাচ্ছে। শেয়াল যেয়ে বাঘকে বলে-আপনি হলেন বাংলার বনের রাজা, আপনি এই সব কি ছাইপাশ গিলতেছেন...তারচেয়ে জীবনটাকে উপভোগ করার জন্য চলেন বনে এক চক্কর দিয়ে আসি।এই কথা শুনে বাঘ এক থাবা দিয়ে শেয়ালরে উড়াইয়া দেয়...ঘটনা দেখে তো বাকি দুজন অবাক...সিংহ, বাঘকে বলে-ও কি এমন কথা বলল যে ওকে এভাবে চাইলা ফালায়ে দিলা?এত খেপছো কেন?বাঘ বলে- গত পরশুদিন, মাদারচোদটা গাঞ্জা খাইয়া আমারে পুরা জঙ্গল ঘুরাইসে...।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
কালো ঘোড়ার আরোহী বলেছেন:
