নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্যাডো ডেভিল

পেশায় চিকিৎসক, মতান্তরে কসাই মনের ইচ্ছায় লিখি, যা মনে আসে তাই । ইচ্ছা- কেউ যেনো না ফেরে মোর দ্বার হতে উপকার চেয়ে, মরিতে চাই আমি শত মানুষের ভালোবাসা পেয়ে ।

শ্যাডো ডেভিল › বিস্তারিত পোস্টঃ

ধরনী দ্বিধা হও......একটি লুল পোষ্ট :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

মেডিকেলের ৩য় বর্ষ প্রায় শেষ তখন, কয়দিন পরেই ৪র্থ বর্ষ । ওয়ার্ডে যথারীতি সার্জারী প্লেসমেন্ট শেষ করে গাঈনী শুরু । প্রথমদিন আতলামি করতে গিয়ে আগেভাগে ওয়ার্ডে গমন । ওয়ার্ডে গিয়েই আমাদের মেডিকেলের হার্টথ্রব ইন্টার্ন শিরীন আপুর সাথে দেখা ;)

'আরি আসিফ যে..কেমন আছিস ভাইয়া ?'

আমিতো খুশিতে ৩২ পাটি দন্ত বিকশিত করে(আর মনে মনে ভাবতেছি,আজ সকালবেলা কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম) ' আরি,আপু যে, ভালো আছি, আপনি কেমন আছেন ??? ' :) :)

'আর বলিসনা রে, নাইট ডিউটি ছিল গতরাতে, একটুও ঘুমাতে পারি নাই, এখন খুব ক্লান্ত লাগতেছেরে /:) /:).....ভাইয়া, একটা কাজ করে দিতে পারবি?? ৭ তলায় ফিমেল ওয়ার্ডের ১৮ নাম্বার বেডের রোগীটা একটু দেখে আসতে পারবি? মানে ফলোআপ আর কি, রোগীটা আজকে চলে যাবেতো, ফাইলপত্র সব আমার কাছে...তুই খালি দেখে আয়,আমি ডিসচার্জ পেপারটা রেডি করতে থাকি।'

আপুর এহেন অনুরোধ আমি ফেলতে পারলাম না (আসলে মেয়েরা কোনো অনুরোধ করলে আমি আবার ফেলতে পারিনা :D :P)। গলায় স্থেটোস্কোপ আর প্রেসারমেশিন ঝুলিয়ে খুব ভাব নিয়ে আমার ফিমেল ওয়ার্ডে গমন। ১৮ নম্বর বেডের রোগীর কাছে গিয়ে ভাব এবং মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করলাম- 'মা কেমন আছেন?'

'ভাল আছি।' এরপর যথারীতি প্রেসার মাপলাম, পালস চেক করে জিজ্ঞেস করলাম যে কোনো অসুবিধা আছে কিনা আর পেটে সেলাইয়ের জায়গায় ব্যাথা আছে কিনা।উনি বললেন যে উনার কোনো অসুবিধা/ব্যাথা নাই:)

(আপু বলে দিছিলো যে এটা সিজারের কেস) তাই জিজ্ঞেস করলাম- 'মা, কয় নাম্বার বাচ্চা?'

উনি তখন একটা ক্যাবলা মার্কা চেহারা বানায়ে বললেন- 'প্রথম।'

আমি তখন একটু অবাক হই, কেননা বাচ্চাটা তখন মায়ের কাছে ছিলোনা।

জিজ্ঞেস করলাম- 'মা, আপনার বাচ্চা কই?'

-' বাচ্চাতো বাসায়।'

(আমিতো আকাশ থেকে পড়লাম :-* :-* এবং একই সাথে মেজাজ খারাপ X(( X(( সদ্যজাত বাচ্চাকে কই মা'র কাছে রাখবে,তা না....বাসায় নিয়া শিওর কৌটার দুধ খাওয়াইতেছে, এইডা কিছু হইলো X( । )

আবার জিজ্ঞেস করলাম - 'বাচ্চারে তাইলে বুকের দুধ খাওয়ান ক্যামনে?'

এরপর রোগী যা বললো,তা শোনার জন্য আমি মোটেও প্রস্তত ছিলাম না- 'বাবা, বাচ্চার বয়স তো ৭ বছর ।' :-* :P

(আমি তখন বলতেছি- হে ধরনী, তুমি দ্বিধা হও, আমি তোমার ভেতরে পালাই) 'ও আচ্ছা' বলে কপালে বিন্দু বিন্দু ঘাম নিয়ে ওয়ার্ড হইতে পলায়ন করলাম :P এক সপ্তাহ পর্যন্ত ওই ওয়ার্ডের ধারে কাছে যাই নাই :P



( পরে জানতে পেরেছিলাম যে ১৮ নাম্বার বেডের রোগী ২০ নাম্বারে শিফট হইছিলো আর ১৮ নাম্বারে এ্যাপেনডিসেক্টমির (এ্যাপেনডিক্স অপারেশনের) রোগী ছিলো যাকে আমি দেখেছিলাম /:)......আফনেরাই কন, এইডা কিছু হইলো :| :P ???? )

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

নতুন বলেছেন: =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শ্যাডো ডেভিল বলেছেন: :P

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

অকৃতজ্ঞ বলেছেন: =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

শ্যাডো ডেভিল বলেছেন: :P

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

শার্লক বলেছেন: ভাল হইছে, অতি চালাকের গলায় দড়ি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

শ্যাডো ডেভিল বলেছেন: :( Ho vai............. :(

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

উদাসীফাহিম বলেছেন: হা হা

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

শ্যাডো ডেভিল বলেছেন: :S :P

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

মাক্স বলেছেন: :P :P :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

শ্যাডো ডেভিল বলেছেন: :D :P :P :D

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

র্বষারানী বলেছেন: Plus

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

শ্যাডো ডেভিল বলেছেন: Thnaks Apu :)

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাইলে এখন এই অবস্থা চলে না?? !!!

;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

শ্যাডো ডেভিল বলেছেন: vai, eida to 1958 shaler kahini......:P :P

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

রিওমারে বলেছেন: :-P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

শ্যাডো ডেভিল বলেছেন: :P :D :)

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন: :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

শ্যাডো ডেভিল বলেছেন: Thanx :)

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

ভুল্কিস বলেছেন: ভাইয়ের মন পরিস্কার আছিলোনা তাই এই অবস্থা :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

শ্যাডো ডেভিল বলেছেন: Vai, r koiyen na...ki je bipose porsilam sheidin :S :P

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

হেডস্যার বলেছেন: =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

শ্যাডো ডেভিল বলেছেন: Thanx :P :)

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ভাই জেনে শুনে রোগী দেইখেন । তা নাহলে এমন পরিস্থিতিতে আবারো পরবেন। :D :D :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

শ্যাডো ডেভিল বলেছেন: r o ekbar porsilam....se onno kahini :S

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

সুলাইমান হাসান বলেছেন: :-B :-B :-B :-B

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

শ্যাডো ডেভিল বলেছেন: Thanx :)

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন


১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

ইনো বলেছেন: :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

শ্যাডো ডেভিল বলেছেন: Thnx :)

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

বিল্লা বাবা বলেছেন: হা হা হা । মজা পাইলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

শ্রাবণ জল বলেছেন: :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আহ্‌মুদুল বলেছেন: হে হে হে কিংকর্তব্যবিমুড়.........

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

শ্যাডো ডেভিল বলেছেন: পুরাই..হাহাহাহা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.