![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা শুধু যুদ্ধাপরাধীদের শাস্তি দিলেই কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে ? পদ্মা সেতু, কুইক রেন্টাল, হলমার্ক, বিশ্বজিত্ হত্যা, সাগর রুনি হত্যা.....ম্যাঁ ম্যাঁ ম্যাঁ...থাম ! আর কিছু বলা লাগবে না.. তুই রাজাকার ! ম্যাত্কার তোর খামবে না জেনেও তোর জন্য কিছু শব্দের অপচয় করি..
সাগর রুনি বা বিশ্বজিত্ শুধু না, দেশের সব হত্যার বিচার হলেও কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে ? ফাঁসির যত আসামি আছে সব কয়টারে ফাঁসি দিয়ে দিলেও তো দেশের সব সমস্যার সমাধান হবে না.. তাহলে কি সব কয়টারে ছেড়ে দেব ? এদের হত্যাকারির বিচার চাওয়া বন্ধ করে দেব ? তা যদি না হয় তাহলে আমি ৭১ এর খুনিদের বিচার চাইলে তোর এত জ্বলে কেন ?
তোর পরিবারে কেউ ধ্বংসযজ্ঞ চালালে তুই তাদের বিচার না চেয়ে ভুলে যাবি ? তাহলে আমার দেশে যারা ধ্বংসযজ্ঞ চালাইছে তাদের বিচার চাইলে তোর এত জ্বলে কেন ?
তোর পরিবার, তুই যেন মাথা তুলে দাঁড়াতে না পারিস সেই চেষ্টা যদি কেউ করে, তোকে যদি কেউ পঙ্গু করে দেয় তাহলে কি ওহে ক্ষমাশীল ব্যাক্তি, তুই কি তাকে ক্ষমা করে দিবি ? তাহলে আমার দেশের মেধাদের হত্যা করে যারা আমার দেশকে পঙ্গু করে দিতে চাইছিল তাদের বিচার আমি চাইলে তোর এত জ্বলে কেন ?
তোরে যদি এখন কেউ খুন করে ৪০বছর ধরে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় তাহলে কি তোর ছেলে মেয়েরা তোর হত্যাকারীর বিচার চাইতে পারবে না ? তাহলে আমি ৪০বছর পরে আমার দেশে করা গণহত্যার বিচার চাইলে তোর এত জ্বলে কেন ?
দেশের সমস্যাগুলোর জন্য কি যুদ্ধাপরাধীর বিচার দ্বায়ী..? যুদ্ধাপরাধীর বিচার হলে কি দেশের সমস্যাগুলোর সমাধান করা অসম্ভব হয়ে যাবে ? তাহলে তোর এত জ্বলে কেন ?
পদ্মাসেতু নিয়ে যখন কথা হয় তখন মনে হয় - পদ্মা সেতুর সমাধান হলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে ? মনে হয় শেয়ার বাজার কেলেঙ্কারির সমাধান হলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে ? এই প্রশ্ন যদি না আসে তাহলে যুদ্ধাপরাধীর বিচারের কথা আসলেই তোর মনে এত প্রশ্ন আসে কেন ? আমি বিচার চাইলে তোর এত জ্বলে কেন ??
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ইসু একটাই
যুদ্ধ অপরাধির ফাসি চাই
যে বিরুধি তার জায়গা
হবেনা বাংলায়
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
শ্যাডো ডেভিল বলেছেন: জি ভাই ।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
চ।ন্দু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন-ইসু একটাই
যুদ্ধ অপরাধির ফাসি চাই ---সহমত।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
শ্যাডো ডেভিল বলেছেন: আমি ও সহমত ।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
নতুন বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: ইসু একটাই
যুদ্ধ অপরাধির ফাসি চাই
যে বিরুধি তার জায়গা
হবেনা বাংলায়
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
নতুন বলেছেন: যারাই এই বিচারের পক্ষে না তারাই ঘুরাইয়া ফিরাইয়া অন্য সমস্যার কথা বলে....
ছুপা ছাগুর দল এই সব....
আজ জনতা জেগেছে রাজাকার ইসুতে.... আগামিতে সবাই এক হবে... দূনিতি..রাজনিতেকদের অন্যায় কাজের বিরুদ্ধে...
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
শ্যাডো ডেভিল বলেছেন: ইনশাল্লাহ
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
ধমাধম বলেছেন: গ্রেট! সবাই দেখি যুক্তি দিয়ে উচিত জবাব দেয়া শিখে যাচ্ছেন।
জয় হোক!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
এই আমি সেই আমি বলেছেন: না হবে না । রাজাকারদের যারা মৌন সমর্থন দেয় তাদের বিচার করতে হবে । এদলের সেদলের নয় , রাজাকারের সব ছানা পোনাদের বিচার চাই ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
শ্যাডো ডেভিল বলেছেন: সহমত ।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
অশ্রুহীন মন বলেছেন: যুদ্ধাপরাধীদের শাস্তি দিলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে।
ধর্ম-বর্ণ, শ্রেণী, দল সব ভুলে আজ সব বাঙ্গালী এক কাতারে দাড়িয়ে স্লোগান দিচ্ছে জয় বাংলা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
শ্যাডো ডেভিল বলেছেন: সব সমস্যার সমাধান হবেনা মাগার জাতি দা্য়মুক্ত হবে ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
মোঃ_হাসান_আরিফ বলেছেন: জামায়াত-শিবিরের আস্তানা
Click This Link