![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভ্যালেন্টাইনস ডে তে ভ্যালেন্টাইন(ভালোবাসার মানব/মানবী) নাই বলে যারা হা-হুতাস বা দীর্ঘশ্বাস ফেলছেন, তাদের বলছি, আপনারা দয়া করে আপসেট হবেন না, বরং এটা ভেবে/জেনে খুশি হন যে 'বিশ্ব এইডস দিবস'-এ আমাদের অনেকের-ই এইডস থাকেনা......
কি ভাই, খুশি হইছেনতো এইবার ???
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
লজিক মানুষ বলেছেন: নো গার্লফ্রেন্ড নো প্রবলেম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
শ্যাডো ডেভিল বলেছেন: আবার জিগস..........।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
রোদের ক্রোধ বলেছেন: ভাইরে দারুন বলছেন । আপনার এই কথায় সন্তনা পেলাম ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
বয়ানবাজ বলেছেন: ডেভিল ভাই, যাদের গার্লফ্রেন্ড নাই, তাদেরকেই বেশি সতর্ক হতে বলেন। নাহলে..................... :#> :#> :#> :#> :#>
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
শ্যাডো ডেভিল বলেছেন: সাবধানের মাইর নাই....সবার জন্য প্রযোজ্য ।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
কামরুল হাসান শািহ বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
শ্যাডো ডেভিল বলেছেন: ধইন্যবাদ ।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
তামিম ইবনে আমান বলেছেন: এইডস হতে সাবধান
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
শ্যাডো ডেভিল বলেছেন: বাচতে হলে জানতে হবে.....
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
ইখতামিন বলেছেন:
আমার নেই.
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
শ্যাডো ডেভিল বলেছেন: কোনটা ??
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
বিচছু বলেছেন: এইডস থাইক্যা গার্লফ্রেন্ড থাকন ভালো
মাগার বাচতে হলে জানতে হবে :!> :#>
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
শ্যাডো ডেভিল বলেছেন: হ ভাই :-প
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
শাকিল ১৭০৫ বলেছেন: তাইলে কি এইডস থেইক্কা বাইচ্চা গেলাম নাকি?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
শ্যাডো ডেভিল বলেছেন: মনেতো হয়
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
ইখতামিন বলেছেন: Click This Link
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
চিরসবুজ মানব বলেছেন: লও ঠেলা.........।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
শ্যাডো ডেভিল বলেছেন: দেন ঠেলা..হাহাহাহা ।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
মোঃ ওমর শরীফ বলেছেন:
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
বোকামন বলেছেন:
জানতে চাই জানাতে চাই
১৮+ টিকা দেয়া ঠিক হয় নাই
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
শ্যাডো ডেভিল বলেছেন: আহারে .....চরি ।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
লজিক মানুষ বলেছেন: