নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্যাডো ডেভিল

পেশায় চিকিৎসক, মতান্তরে কসাই মনের ইচ্ছায় লিখি, যা মনে আসে তাই । ইচ্ছা- কেউ যেনো না ফেরে মোর দ্বার হতে উপকার চেয়ে, মরিতে চাই আমি শত মানুষের ভালোবাসা পেয়ে ।

শ্যাডো ডেভিল › বিস্তারিত পোস্টঃ

মেঘ আলয়ে এক বেলা (ছবি ব্লগ)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

প্রচন্ড ব্যস্ততার কারনে দম ফেলার সময় পাওয়া যায় না। মাঝে মাঝে হাপিয়ে উঠি, বিরক্তি ধরে যায়, মনে হয় সব ছেড়েছুড়ে চোখ বন্ধ করে বসে থাকি অথবা দূরে কোথাও হারিয়ে যাই। কিন্তু এটা ওই কল্পনা পর্যন্ত-ই, পারিনা, ব্যস্ততা এতই বেড়ে গেছে। অবশেষে গত শীতে কল্পনাকে বাস্তব রুপ দিতে স্কুল কালের বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম বান্দরবানের ঊদ্দেশ্যে । বান্দরবান যাবো আর নীলগিরী দেখবো না, তা কি হয়?? বান্দরবান শহর থেকে মোটামুটি ৪০ কি.মি দূরে অবস্থিত নীলগিরীর মেঘমালার সৌন্দর্য্য দেখার জন্য আমরা ভোর ৫টায় চান্দের গাড়িতে করে রওনা দিই। যাত্রাপথের এবং সেখানে পৌছে দেখা সৌন্দর্য্যের কিছু অংশ এখানে তুলে ধরার চেষ্টা করা হলো ।



এটা সম্ভবত দেড় হাজার ফিট উপরে,এই প্রথম বিস্তীর্ণ মেঘমালার উপরে আমরা-





পথে চলতে, পথে চলতে-

















আকাশ এবং মাটি যখন একই বিন্দুতে























মেঘ আলয়







প্রিয়াকে নিয়ে পাশাপাশি বসে সকালের চা পান করার উত্তম স্থান



















যখন পড়বে না মোর পায়ের চিহ্ন















মেঘ সরে যাওয়ার পরে





আশা করি আপনাদের ভালো লেগেছে ছবিগুলা। পরবর্তী পোষ্টে আরো কিছু ছবি প্রকাশ করা হবে ।:)

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৯

মাক্স বলেছেন: ভালো লেগেছে!!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ :)

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: কি সুন্দর------!!! :)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

শ্যাডো ডেভিল বলেছেন: আসলেই খুব সুন্দর.....ধন্যবাদ :)

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

অনীনদিতা বলেছেন: ওয়াও:)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২১

অদ্বিতীয়া আমি বলেছেন: কি অসাধারন সুন্দর আমাদের এই দেশটা !!

ভালো লেগেছে

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

শ্যাডো ডেভিল বলেছেন: সহমত, আমাদের দেশটা আসলেই খুব সুন্দর, ধন্যবাদ :)

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
অতি চমৎকার :) ||

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

তানজিনা ইয়াসমিন বলেছেন: অনেক সুন্দর। মুগ্ধ হলাম।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯

শ্যাডো ডেভিল বলেছেন: আপনাকে মুগ্ধ করতে পেরে আনন্দিত

ধন্যবাদ :)

৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১

মনিরা সুলতানা বলেছেন: অসম্ভব সুন্দর সব ছবি
আহ আমার জন্মভূমি :)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

শ্যাডো ডেভিল বলেছেন: অনেক ধন্যবাদ :)

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

গোবর গণেশ বলেছেন: গিয়েছিলাম একবার, এমন দৃশ্য চোখে পড়েনাই কেন বুঝলাম না। শুধু হালকা কিছু কুয়াশার মতো দেখলাম।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

শ্যাডো ডেভিল বলেছেন: টাইমিং খুব বড় একটা ব্যাপার......এ ধরনের দৃশ্য সাধারনত সকালের দিকে চোখে পড়ে।

৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯

একাকী আমরা বলেছেন: আমার ও খুব ইচ্ছা নীলগিরি যাওয়ার। আপনি কোন সময় গিয়েছিলেন, আই মিন কোন সিজন টা পারফেক্ট ট্যুর এর জন্য।

আশা করি পরামর্শ দিয়ে হেল্প করবেন।

আমার ইমেইল: [email protected]

আগ্রিম ধন্যবাদ। :)

০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

শ্যাডো ডেভিল বলেছেন: এক এক সিজনের সৌন্দর্য্য এক এক রকমের । আমি শীতকালে গেছিলাম ।
ইচ্ছা আছে বর্ষাকালে একবার যাওয়ার ।

ধন্যবাদ আপনাকে । :)

১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত সব ছবি। চমৎকার ডাক্তার। দারুন হইছে!।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

শ্যাডো ডেভিল বলেছেন: ধইন্যবাদ ভাইয়া :)

১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

তারছেড়া লিমন বলেছেন: কুন ক্যামরায় তুলা , ভাই...........??

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

শ্যাডো ডেভিল বলেছেন: ক্যান ভাই, ক্যামন হইছে ??? ;)

সনি এরিকসন এক্সপেরিয়া এক্স ১০ মিনি প্রো, আই মিন মোবাইল ক্যামেরা দিয়ে তোলা।

১২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

শান্তা273 বলেছেন: বড়ই সৌন্দর্য্য!
মুগ্ধ হইলাম!

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ :)

১৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৫

রিফাত হোসেন বলেছেন: আমি মেঘ পাইনাই :(

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

শ্যাডো ডেভিল বলেছেন: ব্যাড লাক খারাপ আপনার............. :)

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

প্রত্যাবর্তন@ বলেছেন: এগুলা কি সত্যই Sony Ericsson Xperia X-10 mini/mini pro দিয়া তোলা ? কোন রকম এডিট ছাড়া ?

এত্ত সুন্দর যে বিশ্বাস করতে মুঞ্চাইতেছে না ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

শ্যাডো ডেভিল বলেছেন: এগুলা সত্যই Sony Ericsson Xperia X-10 mini pro দিয়া তোলা। কোন রকম এডিট ছাড়া । তয় ভাই ছবির নিচে নাম খান লিখছি....এডিটিং বলতে ঐটুকুই :)

ধন্যবাদ.....ছবিগুলো আপনার ভালো লাগছে বলে আমারও ভালো লাগছে :)

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

নীল-দর্পণ বলেছেন: কোন কিছুর সর্বোচ্চ সুন্দর বোঝাতে আমি চমৎকার শব্দটি ব্যবহার করি। ছবিগুলো দেখে চমৎকার বললেও মনে হচ্ছে কম বলা হয়ে যাবে.....

সত্যিই চমৎকার চমৎকার

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

শ্যাডো ডেভিল বলেছেন: অনেক ধন্যবাদ..... আপনার "চমৎকার চমৎকার" কমেন্টটা আমাকে চমৎকার চমৎকার ছবি তুলতে আরো উৎসাহিত করবে :)

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ লাগলো ছবিগুলো

++++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শ্যাডো ডেভিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ব্লগার :)

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

প্রত্যাবর্তন@ বলেছেন: আবারো প্লাস । মোবাইল থেকে প্রথম লিখলাম

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার :)

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১০

েবনিটগ বলেছেন: +++

১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.