![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনার শুরু যখন আমি গ্রামীণফোনের সিম কিনলাম। সিম চালু করতেই আকাশ থেকে বজ্রপাতের মত বিশাল এক ট্রাক এসে নামল। তাজ্জব হলাম ট্রাকের ড্রাইভার যখন দেখলাম এক রূপবতী। সে আবার আমার কানে কানে এসে বলে, কাছে থাকুন! আমিতো পুরাই ঠাডা, এ......তো গার্লফ্রেন্ড না চাইতেই বৌ। আমি লাজ্জু লাজ্জু হয়ে সুন্দরীর কাছে যেতেই টেনে ট্রাকে তুলে বলে, চলো বহুদূর। সুন্দরী কাছে আসতে বলে আবার ট্রাকে তুলে বহুদূর নিয়ে যেতে চায়, ভাবতেই আমার দক্ষিণ বাহুতে কম্পন অনুভব করলাম। সুন্দরী ট্রাক চালায় আর আমি অপলক চেয়ে থাকি, স্টিয়ারিংএ রাখা সুন্দরীর কোমল হাতে ভালোবাসার পরশ দিতেই বলে কিনা, শর্ত প্রযোজ্য*!
যে ভালোবাসায় শর্ত থাকে আমি নাই সেখানে, ট্রাক থেকে নেমেই জিপির সিমটা ফেলে রবি ভরলাম। আর সঙ্গে সঙ্গেই একদল নারী সাংবাদিক টিভিক্যামেরা নিয়ে হাজির। আমার ইন্টারভিউ নিতে চায়। কেন জিজ্ঞাসেই বলে আমি হলাম দেশপ্রেমিক, আর দেশপ্রেমিককেই খুজছে বাংলাদেশ। ভাবলাম আমি ব্লগিং করি তাই ওরা বুঝতে পারছে আমিই আসল দেশপ্রেমিক। কিন্তু না! সুন্দরী নারী সাংবাদিক আমাকে জিজ্ঞাসিল, রবি সিম ব্যাবহার করে আমি কিভাবে দেশপ্রেমের হারানো চেতনা ফিরে পেলাম! এবার বুঝলাম, রবি সিম ভরলেই আসল দেশপ্রেমিক হওয়া যায়। হায়রে কপাল, দেশপ্রেমেও শর্ত! রবির দেশপ্রেম এবার আমার কাছে "very CLEAR" হয়ে গেল। "very CLEAR" মানে সিরাম পরিষ্কার!
মনটা খারাপ হয়ে গেল। সাথে ছিল বাংলালিংক সিম। কিন্তু বাংলালিংকের চার সুন্দরীর 'দেশ দেশ বাংলালিংক দেশ-বাংলাদেশ নয়!' নাচের কথা মনে পড়তেই মনটা উদাস হয়ে যায়। উদাস মনে গিয়ে বসলাম বুড়িগঙ্গার বেড়িবাধে। ভাবলাম একটু ফেসবুকে ঢুকি কিন্তু কিভাবে, সব সিম তো ফেলে দিলাম। হঠাত মনে হল টেলিটকের একটি থ্রিজি সিমও তো পকেটে থাকার কথা। শত হোক টেলিটক দেশী পণ্য, কিনে হয়েছিলাম ধন্য। টেলিটকের থ্রিজি সিম ঢুকিয়ে মোবাইল অন করতেই আকাশ থেকে বিকট আওয়াজ, বাধ ভেঙ্গে দাও! আর এই আওয়াজ শুনে কিনা বুড়িগঙ্গার মত মরা নদীতেও বিশাল জোয়ার আসল। জোয়ারের এক ধাক্কায় বেড়িবাধ গেল ভেঙ্গে আর আমি যেয়ে পড়লাম বুড়িগঙ্গার পচা পানিতে। কষ্টে-দুঃখে চোখের পানি, নাকের পানি আর বুড়িগঙ্গার পচা পানি এক হয়ে গেল।
-ভাগ্যিস এটা কেবল স্বপ্নই ছিলো। কিন্তু আমার স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ওদের কে দিয়েছে? স্বপ্নও কি বাংলালিংক দামে পেয়েছে নাকি!
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
শ্যাডো ডেভিল বলেছেন: সেটাই................
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
আলুমিয়া বলেছেন: খুবই সুন্দর লিখছেন তো।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
শ্যাডো ডেভিল বলেছেন: ধইন্যবাদ........
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
বাংলাদেশী দালাল বলেছেন: সুন্দর লিখছেন
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২২
বীরবল ২ বলেছেন: ++++++
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
মদন বলেছেন: +
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
লিন্কিন পার্ক বলেছেন:
আপনার লেখা নাকি ???
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১
শ্যাডো ডেভিল বলেছেন: না ভাই.........কপি পেষ্ট
৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
অচিন.... বলেছেন: এটা আপনার লেখা হইলে কয়েকদিন আগে যেটা দেখলাম ওটা কে লিখছে!
৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
লিন্কিন পার্ক বলেছেন:
চয়ন ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস কপি কইরা দিলেন লিঙ্কও দিলেন নাহ !! ঠিকই ত প্লাস বাগায়া নিয়া যাইতাছেন ..... ফাউল !!
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫
শ্যাডো ডেভিল বলেছেন:
৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
অ্যানোনিমাস বলেছেন: আসসালামুয়ালাইকুম
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫
শ্যাডো ডেভিল বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
কানা ফকীর বলেছেন: বাহ! ভালো তো, ভালো খুব ভালো...........! স্বপ্নটা একদম বাংলালিঙ্ক দামে দেখসেন ভাই...