![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
চিকিৎসা বিজ্ঞানের উন্নতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার হচ্ছিলো।
ইংল্যাণ্ডের ডাক্তার বললেন, আমাদের দেশে একটা শিশু জন্ম নিলো যার একটা পা ছিল না। আমরা নকল পা লাগিয়ে দিলাম। বড় হয়ে সে অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হলো!
জার্মানির ডাক্তার বললেন, আমাদের দেশে এক শিশু জন্ম নিলো যার দু’টি হাত ছিল না। আমরা নকল হাত লাগিয়ে দিলাম। বড় হয়ে সে মুষ্টিযুদ্ধে স্বর্ণপদক পেলো!!
সবশেষে বাংলাদেশের ডাক্তার বললেন, আমাদের দেশে একদা দু’টি মেয়ে শিশু জন্ম নিলো- যাদের হাত-পা সবই ঠিক ছিল, শুধু মাথায় মগজ ছিল না। আমরা সেখানে গোবর ঢুকিয়ে দিলাম। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, দু’জনেই দেশের শীর্ষপদে বসেছিলেন।
২।
মেডিকেল টিচার্: কেউ অজ্ঞান হয়ে গেলে প্রথমে তার ঠোটে মুখ লাগিয়ে তার ফুসফুস এ বাতাস (অক্সিজেন্) দিবা এবং তার বুক "press" করতে থাকবা, বুঝেছো?
এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো?
বল্টুঃ জি স্যার , আচ্ছা স্যার মেয়েদের কে কিভাবে অজ্ঞান করা যায় একটু শিখায় দিবেন....?
(কিন্চিত ১৮+)
৩।
জঙ্গলে পশুদের ডাক্তার শেয়াল। এক নেকড়ে জ্বরের ওষুধ নেবার জন্য শেয়ালের গুহায় গেল। গিয়ে দেখলো এক সুন্দরী মাদী খরগোস চুপচাপ শুয়ে আছে। নেকড়ের মাথায় কুবুদ্ধি চেপে গেল। শেয়ালকে বললো, শেয়াল ভায়া আবার তো জ্বর, এখন কি মদ খাওয়া চলে?
শেয়াল বললো, ওটাই তো এখন সবচেয়ে বড় ঔষধ হুজুর।
নেকড়ে শেয়ালকে কড়কড় টাকা দিয়ে মদ কিনতে পাঠালো। শেয়াল ফেরার আগেই মাদী খরগোসের সঙ্গে ৩ বার সঙ্গম করে ফেললো। কিন্তু খরগোসের তেমন কোনো ভাবান্তর হল না, বাধাও দিল না।
শেয়াল ফিরতেই নেকড়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ভায়া, এই খরগোসটা কে?
শেয়াল বললো, ও পাশের গ্রাম থেকে এসেছে, এইডস সারাতে!
৪।
একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে বক্সিং দেখতে বসছে ।
হঠাৎ ১ম মিনিটে এক বক্সার নকআউট হয়ে গেল।
ছেলেটি বলল Disgusting ১ মিনিটে নকআউট হয়ে গেল। বা*র খেলাই দেখমু না।
তখন মেয়েটি বললঃ তাহলে এখন চিন্তা করে দেখো আমার কেমন লাগে?
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
মমবাতি বলেছেন: ঘুমাতে গেলাম
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
শ্যাডো ডেভিল বলেছেন: ঠিকাছে...............ধন্যবাদ
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২
সাউন্ডবক্স বলেছেন: Joss
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
বিডি আমিনুর বলেছেন:
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০০
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
শ্যাডো ডেভিল বলেছেন:
৬| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫
স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা .....১ম টা সেইরম ......++++++++++
ধন্যবাদ .... ভাল থাকবেন....
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার
রীধিকে নিয়ে আপনার পরবর্তী লেখা কবে আসবে?? ওয়েট করতেছি
৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
আশফাক সুমন বলেছেন: ১ম এবং ২ য় টা কঠিন .।
ধন্যবাদ
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
শ্যাডো ডেভিল বলেছেন: আমি সহজ করে লেখার টেরাই করছিলাম আর কি.......হাহাহাহা
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
পাপাই বলেছেন: ধন্যবাদ। অনেক মজা পেলাম।
