নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোদের ক্রোধের ব্লগ .।.।.।.।

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন

রোদের ক্রোধ

খুব সাধারন একজন মানুষ । ভালবাসি দেশ কে , ভাল বাসতে চাই মানুষ কে । কখনো ভাবুক , কখনো অস্থির । মাঝে মাঝে চঞ্চল , আবার হুট করেই কচ্ছপের মত ধীর ।আমি অন্য সবার মত না , আবার কেউ যে আমার মত নেই , ঠিক তাও না । আমি আসলে একেবারেই আমার মত ।আমি আপাতত একজন ব্যার্থ মানুষ । আর এটাই আমার এগিয়ে যাবার একমাত্র পুঁজি । আমি প্রচণ্ড রোম্যানটিকতায় আচ্ছন্ন হতে হতেও শেষ মেশে আর রোম্যানটিকতায় আক্রান্ত হতে পারিনা । আমি কেবল নির্জনে হাঁসফাঁস করা একজন মানুষ । জীবন সম্পর্কে নির্লিপ্ত । জীবন যেদিকে নিয়ে যাবে , সেদিকেই যাবো ।

রোদের ক্রোধ › বিস্তারিত পোস্টঃ

আমি জামাত শিবিরে যোগদান করবো

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

আমি জামাত শিবিরে যোগদান করবো । কারন অনেক তো দেখলাম এই দেশের রাজনীতি । এই জামাত ছাড়া , আর কোন দলের মাঝে নীতি আছে , আদর্শ আছে ? হোক না তাদের এই নীতি , অপরাধী কে বাঁচাতে । কিন্তু তাও তো তারা মুখে যা বলে , করে দেখায় । তাদের মত এমন সংঘবদ্ধ , দৃঢ়চেতা , নিবেদিত প্রাণ কর্মী বাহিনী আর কোথায় পাবো ? অন্য সব দলের মত তারা ভণ্ড না । মানুষের আবেগ নিয়ে এমন ভাবে ছিনিমিনি খেলে না । তারা ডাইরেক্ট একশনে বিশ্বাসী । তাই আমিও শিবিরে যোগদান করবো । আপনারাও দলে দলে যোগ দিয়ে দো জাহানের অশেষ নেকী হাসিল করুন । আমি ও বেঈমানি করবো লাখো শহীদের রক্তের সাথে । আমার আর কি শাস্তি হবে। আমি তো নব্য রাজাকার । আমার কোন শাস্তি দেবার আগে , ভাদা , ছাগু বলার আগে তাদের বলুন যারা গত ৪২ বছর ধরে আমাদের আবেগ নিয়ে , জান মাল নিয়ে ছিনিমিনি খেলে বারবার ক্ষমতায় এনে বিচার নামের মুলা দেখিয়ে প্রতারিত করেছে আমাদের তথা শহীদ পরিবারদের । আমি তো কিছুই করতে পারছি না , না ভাল হতে না মন্দ হতে । মধ্যবিত্ত সেন্টিমেন্ট নিয়ে আর কতকাল থাকব ? তাই আমি জামাত শিবিরে যোগদান করবো । আপনারাও আসুন । গতবার জীবনের প্রথম ভোট আওয়ামী লিগ কে দিয়ে যেমন প্রতারিত হয়েছিলেন , এতটুক বিশ্বাস করতেই পারেন - জামাত শিবিরে যোগ দিলে অন্তত তাদের কাছ থেকে প্রতারিত হবার আশংকা নাই ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

দেশপ্রেমিক পোলা বলেছেন: জামাতে যোগ দিলে কিসের বেঈমানী? লীগ বিএনপি দেশের সাথে বেঈমানী করে না? দেশকে স্বাধীন করেও দেশকে পরাধীন করে রেখেছে লীগ বিএনপি। জামাতকে ভোট দিলে নিশ্চয় দেশকে পুনরায় পাকিস্থান বানাবে না। তাছাড়া যুদ্ধাপোরাধী যারা ছিলো তাদের বিচার তো হয়েই গেছে। এখন জামাত নিশ্পাপ। চলো জামাতে যোগ দিই।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

রোদের ক্রোধ বলেছেন: সহমত পোষণ করছি ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

সত্য সবার উপর বলেছেন: এতটুক বিশ্বাস করতেই পারেন - জামাত শিবিরে যোগ দিলে অন্তত তাদের কাছ থেকে প্রতারিত হবার আশংকা নাই ।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

রোদের ক্রোধ বলেছেন: এটা এখন প্রমানিত সত্য । লোকে যে যাই বলুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.