![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন একজন মানুষ । ভালবাসি দেশ কে , ভাল বাসতে চাই মানুষ কে । কখনো ভাবুক , কখনো অস্থির । মাঝে মাঝে চঞ্চল , আবার হুট করেই কচ্ছপের মত ধীর ।আমি অন্য সবার মত না , আবার কেউ যে আমার মত নেই , ঠিক তাও না । আমি আসলে একেবারেই আমার মত ।আমি আপাতত একজন ব্যার্থ মানুষ । আর এটাই আমার এগিয়ে যাবার একমাত্র পুঁজি । আমি প্রচণ্ড রোম্যানটিকতায় আচ্ছন্ন হতে হতেও শেষ মেশে আর রোম্যানটিকতায় আক্রান্ত হতে পারিনা । আমি কেবল নির্জনে হাঁসফাঁস করা একজন মানুষ । জীবন সম্পর্কে নির্লিপ্ত । জীবন যেদিকে নিয়ে যাবে , সেদিকেই যাবো ।
সারা দেশ যখন কাদের মোল্লার রায় নিয়া নিন্দায় , গবেষণায় , আইনের ফাক ফোঁকর খুঁজতে ব্যাস্ত তখনি সরকার বাহাদুর জাতিকে উপহার দিল নয়া এক সাপ লুডু খেলার চাল ।
সবাই যখন কাদের মোল্লা নিয়ে খুব ব্যস্ত তখন চিপা দিয়ে এই ২ আসামীকে ছেড়ে দিল।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সেতু কর্তৃপক্ষের নদীশাসন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক তাঁদের জামিন মঞ্জুর করেন।
আসামিদের আইনজীবী এহসানুল হক সমাজি আদালতকে বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়নি। এর মধ্যে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন। আসামিদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার চেষ্টা এবং ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ আনা হয়েছে, তা এজাহারে নেই। কত বড় সিস্টেমবাজ!!! খবরটা তো মিডিয়াতেও হাইলাইট করা হয় নাই! অবশ্য মিডিয়া তো আজকাল কলমধারী মাফিয়া চক্র হয়ে গেছে। । কি পাইসে আওয়ামীলীগ ? দেশের মানুষ রে নিয়া প্রতিনিয়ত সাপ লুডু খেলছে । আওয়ামীলীগের কেউ কেউ বলবে আদালতের বিষয়ে আওয়ামীলীগের হাত নাই । বিচারে ওনারা কোন হস্তক্ষেপ করেন না । তখন বলতে ইচ্ছা হয় - তোমরা আবুল কে নির্দোষ বানাও । মির্জা ফকরুল কে হুদাই জেলে রাখতে পার । আবার এমন দিনে জামিন দাও , যাতে বিরোধী দল এই মুক্তি নিয়ে বেশি নাচানাচি করতে না পারে , তাতে আবার মিডিয়াতে হাই লাইট হবে , আরও কত কি কুবুদ্ধি ......... আর বল বিচারের রায়ে সরকারের হস্তক্ষেপ নাই । জনগন এতই বোকা ? তারা কি কিছুই বোঝে না ? সরকারের কেউ কেউ যেমন বিদেশে ওয়াইন , সান্ডওয়িছ খেয়ে , মদ খেয়ে পড়ে থাকেন , তেমনি তারাও ভাবেন জনগন ও হয়তো গাজা খেয়ে পড়ে আছে । তাদের কোনোদিকে হুস নাই । তারা যেদিকে আমাদের নিয়ে যাবেন , আমরাও সেদিকেই যাবো । তারা বললেই আমরা মেনে নিব । আমরা জনগন বলতে চাই ,আমরা এখনও ততটা বেহুশ হয়ে যাইনি । আমরা কিন্তু সব দেখছি , মনে রাখছি - আশা করি অতি তাড়াতাড়ি পাবলিক নিয়ে খেলার উপযুক্ত প্রতিদান দেখতে পারবেন ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
রোদের ক্রোধ বলেছেন: আপনাকেও ধন্যবাদ । আসলে সরকার গুলো আমাদের যতই বোকা ভাবুক , দৃষ্টি আড়ালের চেষ্টা করুক - তারা আর সফল হচ্ছে না । সামনেও হবে না ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯
বুরি বলেছেন: চান্স পে ডান্স
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
রোদের ক্রোধ বলেছেন: আর কয়দিন ? তবে এক পার্টি নাচ বন্ধ করবে , অন্য পার্টি শুরু করবে - এই গোলক ধাঁধা থেকে বেরুনো দরকার । জীবদ্দশায় অন্তত একবার , আমরা সাধারন জনগন নাচবো - এই প্রত্যাশায় আছি
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
প্যাপিলন বলেছেন: বিষয়ডা আমিও খেয়াল করসি আর সরকারের প্রতিভা দেইখা টাসকি খাইছি
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
হুমায়ুন তোরাব বলেছেন: aSolei to mojar kando dakhta c
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
সচেতন নাগরিক বলেছেন: আপনার দৃষ্টি খুব গভীর। ধন্যবাদ।