নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

দাদীর কথা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

দাদীর কথা মনে পড়ছে খুব। জন্মগত অধিকারেই বাবা-মা আর আত্মীয়দের ভালবাসা পাওয়ার সৌভাগ্য সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। এত এত ভালবাসার মাঝে দাদীর ভালবাসার প্রকাশ ছিল সবচেয়ে নিঃশর্ত। তিনি আমাকে পড়াশোনার জন্য চাপাচাপি করেননি। অথবা চারিত্রিক কোন গুণাবলী অর্জনের সাফল্যের উপরও ওনার ভালবাসা নির্ভরশীল ছিলনা। তিনি আমায় ভালবেসেছেন নিছক ভালবাসার জন্য।

খুবই অবাক হয়েছিলাম আমার দাদীর নামকরণের ইতিহাস জেনে। নারীদের প্রতি অবহেলার এমন জ্বলজ্বলে দৃষ্টান্ত আমার জানা নেই। দাদীর বিয়ে হয় এগার (১১) বছর বয়সে। বিয়ের নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, বিগত ১১ বছরে ওনার কোন নাম রাখা হয়নি। তো যেহেতু নিবন্ধনের জন্য নাম প্রয়োজন। তাই বিয়ের আসরে আমার দাদীর নাম রাখা হয়। অত্যন্ত সুন্দরী হওয়ার কারণে কাজী সাহেব আমার দাদীর নাম রাখেন মোসাঃ ফটিকুন্নেসা। ফটিক নামের পেছনে কবিগুরু রবীন্দ্রনাথের কোন ভূমিকা নেই। ফটিক শব্দের অর্থ চাঁদ। আঠার শতকের শেষ ভাগে এতটা সৃজনশীলতার পরিচয় দেবার জন্য কাজী সাহেবের প্রতি আমার শ্রদ্ধার কথা তাঁর অজানাই থেকে গেছে।

মৃত্যুকালে দাদীর বয়স কত হয়েছিল তার নির্ভুল হিসেব জানা সম্ভব হয়নি। বিভিন্ন ঘটনার বর্ণনা থেকে আমার ধারণা হয়েছে দাদীর জন্ম হয়েছিল ১৮৮৫ সালের কাছাকাছি কোন সময়ে। তাঁর মৃত্যু হয় ১৯৯৮ সালে। আমার স্মৃতিতে দাদী বয়সের ভারে কোমরের কাছে সমকোণে নুয়ে পড়া একজন মানুষ। আমার প্রতি যার ভালবাসা ছিল সীমাহীন। নানা অপরাধে আম্মা যখন ভয়ংকর মূর্তি ধারণ করে শাস্তি দিতে তৈরি হতেন, তখন দাদীর আঁচলই ছিল আমার নিরাপদ আশ্রয়।

দাদীকে দেখিনা আজ প্রায় সতের বছর। বেতন পাওয়ার পর মাঝে মাঝে আমার ইচ্ছে হয় দাদীর জন্য কিছু কিনি। তখন আমি আমার পছন্দের কোন খাবার কিনি প্রচুর পরিমানে। কারণ আমি জানি দাদী বেঁচে থাকলে, আমাকে তৃপ্তি নিয়ে খেতে দেখলেই সবচেয়ে বেশি খুশি হতেন।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

গেম চেঞ্জার বলেছেন: আমার স্মৃতিতে দাদী বয়সের ভারে কোমরের কাছে সমকোণে নুয়ে পড়া একজন মানুষ। আমার প্রতি যার ভালবাসা ছিল সীমাহীন। নানা অপরাধে আম্মা যখন ভয়ংকর মূর্তি ধারণ করে শাস্তি দিতে তৈরি হতেন, তখন দাদীর আঁচলই ছিল আমার নিরাপদ আশ্রয়।

নস্টালজিক হলাম। :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ ভাই .। নষ্টালজিয়া থেকেই এই পোস্টের জন্ম..।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

কল্লোল পথিক বলেছেন: দাদীকে দেখিনা আজ প্রায় সতের বছর। বেতন পাওয়ার পর মাঝে মাঝে আমার ইচ্ছে হয় দাদীর জন্য কিছু কিনি। তখন আমি আমার পছন্দের কোন খাবার কিনি প্রচুর পরিমানে। কারণ আমি জানি দাদী বেঁচে থাকলে, আমাকে তৃপ্তি নিয়ে খেতে দেখলেই সবচেয়ে বেশি খুশি হতেন।



নস্টালজিক হয়ে গেলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ ভাই .। নষ্টালজিয়া থেকেই এই পোস্টের জন্ম..।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

অন্তঃপুরবাসিনী বলেছেন: আমার দাদির কথা মনে করিয়ে দিলেন। :( :(
আমার দাদি চলে গেছেন ২ মাস হল। :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

আলোকিত অন্ধকার বলেছেন: দুঃখিত। আপনার দাদী জান্নাতবাসী হোন।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫

অগ্নি সারথি বলেছেন: নস্টালজিক!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

আলোকিত অন্ধকার বলেছেন: নিশ্চিতভাবে..।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

সুমন কর বলেছেন: আপনার দাদীর কথা পড়ে ভালো লাগল।

নস্টালজিক !

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

আলোকিত অন্ধকার বলেছেন: নিঃসন্দেহে..।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: আমার দাদীও আমাকে অনেক আদর করতেন।

আর সব সময় দোয়া করতেন আমি যেন রাজরানীর মত থাকি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

আলোকিত অন্ধকার বলেছেন: আমার দাদী দোয়া করতেন, তাঁর মাথায় যত চুল আমি যেন তত বছর বেঁচে থাকি। ভালো থাকবেন.।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

সাধারন বাঙালী বলেছেন: "দাদীকে দেখিনা আজ প্রায় সতের বছর। বেতন পাওয়ার পর মাঝে মাঝে আমার ইচ্ছে হয় দাদীর জন্য কিছু কিনি। তখন আমি আমার পছন্দের কোন খাবার কিনি প্রচুর পরিমানে। কারণ আমি জানি দাদী বেঁচে থাকলে, আমাকে তৃপ্তি নিয়ে খেতে দেখলেই সবচেয়ে বেশি খুশি হতেন।"

ভাই আমার ধারনা ছিল আমিই একমাত্র দাদা দাদীর আদর পেয়েছিলাম বেশি.......

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

আলোকিত অন্ধকার বলেছেন: অধিকাংশ মানুষের বোধহয় এমনি ধারনা। ভালো থাকবেন..।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ব্যাপারটা ব্যথিত হবার মতই যে বিয়ের আসরে দাদীজানের নামকরণ হয় অথচ জন্মের পর প্রতিটা মানুষ তার পরিবার থেকেই একটি নামের অধিকারী হবার কথা।
আপনার দাদী জান্নাতবাসী হোন, এই কামনা করি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ অপর্ণাদি....।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

উল্টা দূরবীন বলেছেন: লেখাটা পড়ে অতীত কিছু সুখের স্মৃতিতে মনটা দুঃখে ভরে উঠলো। দাদা দাদী খুব ভালোবাসতেন। কিন্তু তারা আজ বেঁচে নেই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

আলোকিত অন্ধকার বলেছেন: ওনারা জান্নাতবাসী হোন....।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

অগ্নি কল্লোল বলেছেন: লেখার মত ভাল লাগার মত অনেক কিছুই খুঁজে পেয়েছি।।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

অগ্নি কল্লোল বলেছেন: লেখার মধ্যে ভাল লাগার মত অনেক কিছুই খুঁজে পেয়েছি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.