নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

নিষেধাজ্ঞা.।

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩


একটু বাইরে গেলাম। বুক ভরে দম নিলাম। হঠাৎ দেখলাম একজন লোক খাঁচায় করে একটা বিরাট পাখি নিয়ে বসে আছে। জিজ্ঞেস করে জানলাম। ওটা একটা বাজপাখি। ছবি তুলতে চাইলাম। লোকটা রাজি হলনা কিছুতেই। তাই সেই চেষ্টা বাদ দিলাম। ভালভাবে দেখলাম পাখিটাকে। গোল গোল চোখের কোন গুলো কেমন যেন কুঁচকানো। যেন কোন কিছুর উপর পাখিটা ভীষণ বিরক্ত। আরেকটা অবাক করা ব্যাপার, প্রায় পাঁচ মিনিট সময়ের মধ্যে পাখিটাকে পলক ফেলতে দেখলামনা একবারের জন্য। পলকহীন চোখে পাখিটা তাকিয়ে আছে আকাশের দিকে। পাখি কী ভাবতে জানে? কে জানে ! আর জানলেও সেই ভাবনার স্বরূপ কেমন? তার চিন্তাগুলোও কি আমারই মতো স্বার্থপর? কয়েকটা পঙক্তি আসলো মাথায়.........


যতই ঝাপ্টাস ডানা
উড়তে কিন্তু মানা।
জাতে তুই বাজ
শেষ কর কাজ।


বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২

কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ.।

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: আলোকিত অন্ধকার ,




শিকারী পাখির চোখ ওরকমই হয় । পড়েনা চোখের পলক ............ খুঁজে ফেরে শুধু শিকার এর ঝলক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.