নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

বিসর্জন

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০


ভ্রমর হলে ফুলে ফুলে মধু খেতাম
কিন্তু আমি কাঁটা ভালবাসিনা।
তাই আমি বুকের মাঝখানে ভ্রমর
হবার সাধ লালন করিনা।

নদী হলে কুলে কুলে বয়ে যেতাম
কিন্তু আমি কাদা ভালবাসিনা
তাই নদী হবার স্বপ্নটাকে আমি
বিসর্জন দিয়েছি সুদূর শৈশবে।

এখন আমার পাখি হতে ইচ্ছে করে
না, নিজ বক্ষ বিদীর্ণ করে কুচক্রী কোন
শিকারীর ধারালো অস্র আমি রাঙ্গাবোনা।
তাই পাখি হবার স্বপ্নটাকেও আজ দিলাম বিসর্জন

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: বানানে ভুল আছে। মোটামুটি লেগেছে।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০

আলোকিত অন্ধকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ..। তবে ভুল বানানগুলো যদি কষ্ট করে দেখিয়ে দিতেন, শুদ্ধ করে নিতে পারতাম.।

২| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৪

আহমেদ জী এস বলেছেন: আলোকিত অন্ধকার ,




আমাদের সবারই তো কিছু না কিছু হতে ইচ্ছে করে ! কিন্তু এরকম হলে তো আপনার কিছু হওয়াই হবেনা ।
অন্ধকারকে ও তো আলোকিত করতে পারবেন না , বাতাস এসে আলো নিভিয়ে দিয়ে যাবে বলে !
তাহলে কি ???????

মোটামুটি লেগেছে কবিতাটি ।

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭

আলোকিত অন্ধকার বলেছেন: ঠিকই বলেছেন.। ভ্রমর, নদী বা পাখি হবার ইচ্ছেগুলো সাময়িক.। যে দু-পেয়ে প্রাণী হয়ে জন্মেছি তাতেও আমি খুব অসন্তুষ্ট নই। এই আর কি। সুচিন্তিত মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ.।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৬

রক্তিম দিগন্ত বলেছেন:
মোটামুটি লাগলো।

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৮

আলোকিত অন্ধকার বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ.।

৪| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৩

গন্তব্য নিরুদ্দেশ বলেছেন: somoyer sathe sathe ,amader onek kesui bisorjon dite hoy,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.