নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

জীবন দ্রবণ-দুই

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩০


সবাই তাদের পাত্র পূর্ণ করতে চায়
ঝলমলে সুখের স্বচ্ছ জল দিয়ে
দুঃখের ঘোলা জল তবু উঠে আসে-
বর্ণহীন স্বচ্ছ আনন্দের মাঝে বর্ণ হয়ে।

জীবন পাত্র পূরণ হয় জীবনের সাথে
কামনাগুলো রঙ দেয় জীবনের দ্রবণে।
লালিত স্বপ্নগুলো গাদাগাদি করে টিকে থাকে
প্রাপ্তির উচ্ছাস আর হারাবার হাহাকারের ভীড়ে।

আমার সুখগুলো সব ভালোবাসা হোক-
আর দুঃখের জল ভিজিয়ে যাক চোখ।
পাত্র উপুড় করে আমি নদীতে ঢেলে আসি
সুখ আর দুঃখের অস্বচ্ছ দ্রবণ।

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: আলোকিত অন্ধকার ,




দুঃখের ঘোলা জল তবু উঠে আসে-
এই লাইনটি পূর্বাপরের সাথে মিলিয়ে চমৎকার অর্থবোধক হয়ে উঠেছে ।

মোটামুটি লেগেছে কবিতাটি ।
শুভেচ্ছান্তে ।

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

আলোকিত অন্ধকার বলেছেন: জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ, আহমেদ ভাই।

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
মোটামুটি লাগলো।

২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

আলোকিত অন্ধকার বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.