নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

ছোটলোক...।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮


ভাই, আমি দেশকে ভালবাসি। বিদেশী কোন দলের সাথে যখন আমার দেশের খেলা হয়, চিৎকার করে আমি গলা ভেঙ্গে ফেলি। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে নিজেকে আমার দেশের পতাকা দিয়ে মুড়িয়ে নিয়ে হইচই করি। ভাষা আন্দোলনের দিনে বুকে লাগাই কালো কাপড়। গলা ফাটিয়ে ফেলি সালাম, রকত, রফিক, জব্বার ভাইদের নামে চিৎকার করে। পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি আর ফাল্গুন মাসের এক তারিখেও আমার লাফালাফি থাকে উল্লেখযোগ্য।

এমনি কোন এক উৎসবের মাঝে যদি চোখে ছানি পড়া কোন অতিশীপর বৃদ্ধ ছেড়া আর ময়লা একটা মুক্তিযুদ্ধের সনদ দেখিয়ে ভিক্ষা চেয়ে পেছন থেকে জামা টেনে ধরে, তবে ভ্রু-যুগল কুচকে হ্যাঁচকা টান মেরে জামা ছুটিয়ে কেটে পরতে পরতে ভাবি, কত বড় ছোটলোক ! মহান মুক্তিযুদ্ধের সনদ দেখিয়ে ভিক্ষা চায়! সাহস কত বড়! “নিচু জাতের” ওই বুড়োটাকে থেমে দাঁড়িয়ে দু-ঘা না লাগানোর জন্য পরে চায়ের দোকানের আড্ডায় বসে কিছুটা আফসোসও হয় বটে।

যাক, ছোটলোকগুলোর ছোট চিন্তা না করাই আমার জন্য সম্মানের। ওদের মত আমাকে তো নেকড়ের চোয়াল থেকে স্বাধীনতাকে টেনে বের করতে হয়নি ! আমি স্বাধীনতা পেয়েছি জন্মসূত্রে। যে ছোটলোকগুলো বুকের রক্তের বিনিময়ে নিশ্চিত করেছে আমার জন্ম-পরবর্তী পরিচয়, তাদের সেই অকৃত্তিম আর তীব্র লাল রক্ত মেখে সঙ সেজে আমি পালন করি পাশ্চাত্যের “ভূত উৎসব”। শতহোক, এখন বিশ্বায়নের সময়। বিশ্বের সাথে তাল না মেলালে তো চলেনা ।

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: থাপ্পড়টা ভালোই দিলেন। তবে লাভ হবে না।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

আলোকিত অন্ধকার বলেছেন: উপযুক্ত শব্দ চয়নের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই.।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি স্বাধীনতা পেয়েছি জন্মসূত্রে। যে ছোটলোকগুলো বুকের রক্তের বিনিময়ে নিশ্চিত করেছে আমার জন্ম-পরবর্তী পরিচয়, তাদের সেই অকৃত্তিম আর তীব্র লাল রক্ত মেখে সঙ সেজে আমি পালন করি পাশ্চাত্যের “ভূত উৎসব”। শতহোক, এখন বিশ্বায়নের সময়। বিশ্বের সাথে তাল না মেলালে তো চলেনা

আপনাকে রাস্ট্র বা কেউ বাধ্য করেনি “ভূত উৎসব” পালন করতে, আপনি আপনার মত পালন করুন তাতে আপনার বা কারো সমস্যা হওয়ার কথা না।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫

আলোকিত অন্ধকার বলেছেন: উপদেশের জন্য ধন্যবাদ শাহাদাৎ ভাই.।।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



এ ধরণের অনুভুতি, এ ধরণের বক্তব্য থেকে আপনাকে বুঝা যাচ্ছে না, আপনি কি চান আরো পরিস্কার করুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

আলোকিত অন্ধকার বলেছেন: চেষ্টা থাকবে গাজী ভাই.।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৭

অগ্নিবেশ বলেছেন: অভুক্তকে সামনে রেখে যারা পোলাও বিরিয়ানি খায় তারা সিক, এর সাথে দেশপ্রেম, ভুত উৎসব মেশানো ঠিক না।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

আলোকিত অন্ধকার বলেছেন: হয়ত ঠিকই বলেছেন অগ্নি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.