নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

দোকান

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩


আসুন বন্ধুগণ আমার এই পুরোনো-
আর জীর্ন অনুভূতির দোকানে।
প্রেমিকার প্রথম সম্মতিতে যে পুলক-
আপনি পেয়েছিলেন, তার বদলে
ওই কোণায় রাখা নীল রঙের-
বেদনাগুলো আপনি নিতে পারেন।
সাজিয়ে রাখবেন হৃদয়ের তাকে।

বেদনাগুলোর মালিক ছিলেন একজন পিতা।
যে তার অস্তিত্বের বর্ধিতাংশ-
বুকে চেপে বয়েছে শেষ অব্দি।
কিংবা বুকফাঁটা কষ্টে, মায়ের চোখ থেকে-
বেরোনো এই অশ্রুগুলো নিন।
বিশুদ্ধ বেদনার এমন গভীর
ছোবল আর কোথাও পাবেন না।

আশ্চর্য্য বিষয় কী জানেন?
বেদনা দিয়ে কেউ আনন্দ কেনেনা।
বরং বিশাল সুখের বিনিময়ে সবাই
কিনতে চায় অল্প একটু দুঃখ।
পুরো জীবনের আয়ের বিনিময়ে নিতে চায়
শৈশবের তুচ্ছ কোন লাল বেলুন হারাবার দুঃখ।
তাই সুখগুলো এখন আর কাউকে সাধিনা


বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

তারেক ফাহিম বলেছেন: আশ্চর্য্য বিষয় কী জানেন?
বেদনা দিয়ে কেউ আনন্দ কেনেনা।
বরং বিশাল সুখের বিনিময়ে সবাই
কিনতে চায় অল্প একটু দুঃখ।


কষ্টের শেষে কিন্তু প্রকৃত সুখ অনুভব হয়।

শৈশবের হিসাবটা ভিন্ন।

২| ১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

আহমেদ জী এস বলেছেন: আলোকিত অন্ধকার,




ব্যতিক্রমী থীম।

শৈশবের তুচ্ছ কোন লাল বেলুন হারাবার দুঃখ মনে হয় সব মানুষেরই থাকে। সুখের সরোবরেও সে দুঃখের ঢিল মাঝেমাঝেই ঢেউ তুলে যায়।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.