নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

প্রজন্মান্তর-এক

০২ রা জুলাই, ২০২০ রাত ১২:২২



নবীন: আজ একটা মিছিল হবে জানেন?
প্রবীণ: তাই নাকি! কাদের মিছিল?
নবীন: লাশের। নানা রকম লাশের মিছিল।
প্রবীন: লাশের আবার রকম হয় নাকি!
আর তাদেরকে বইবেই বা কারা?

নবীন: অবশ্যই লাশেদের রকম হয়।
আর তারা নিজেরাই নিজেদের বইবে।
প্রবীণ: কী সব গাঁজাখুরি কথাবার্তা!
কেমন রকম হয় শুনি?
সাদা-কালো, ধনী-গরিব?

নবীন: লাশের ধনী-গরিব হয় না।
তাদের পার্থক্য হয় ইতিহাসে।
প্রবীন: তোমার হেঁয়ালি করার অভ্যাসটা গেলোনা।
তা, কাদের লাশেরা করবে মিছিলটা?
প্রেমিকা হারা প্রেমিকদের?

নবীন: বয়স কম হলেই কী সবাই প্রেমিক হয়!
প্রবীণ: তোমাদের বয়সে আর কাজই বা কী?
অপদার্থের মত বাবার পয়সায় খাবে-
আর সময়গুলোকে নষ্ট করবে।

নবীন: আমাদের বয়সের অপদার্থ গুলোই কিন্তু-
বায়ান্ন সালে প্রাণ দিয়েছিল।
একাত্তরেও কিন্তু এই রকম-
অপদার্থের সংখ্যা নেহায়েত কম ছিল না।
তাদের লাশেরাও থাকবে আজকের মিছিলে।

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


ঢাকায়, কেন্টাাকী ফ্রাইড চিকেন, ১ টুকরা বুক, সাথে ১ টাকুরা পা ও বিস্কুট ও সোডার দাম কতো?

০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৪৫

আলোকিত অন্ধকার বলেছেন: ৫০০ টাকার ভেতর হয়ে যাবে।

২| ০২ রা জুলাই, ২০২০ রাত ১২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত লেখনী l মুগ্ধ হলাম।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:১১

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ, নেওয়াজ ভাই। প্রশংসা পেলে ভাল্লাগে। ভাল থাকুন সবসময়।

৩| ০২ রা জুলাই, ২০২০ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কেন্টাকি চিকেন বেশী পছন্দ করেন?

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:১০

আলোকিত অন্ধকার বলেছেন: ভালই লাগে। আমার office এর পাশে HERFY টা KFC র চেয়ে কাছে। তাই HERFY তেই বেশি খাওয়া হয়।

৪| ০২ রা জুলাই, ২০২০ রাত ২:১৭

রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:১২

আলোকিত অন্ধকার বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.