নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

জীবন একটা নদী

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৫০



আচ্ছা বলতে পার, জীবন কী?
এ আর এমন কী! জীবন একটা নদী।
কেন? এমন কথা বললে কেন?
জীবন আর নদী দুই ই বয়ে চলে।
নদী বয় সমুদ্রে বিলীন হবার লক্ষ্যে
আর জীবন বয় মৃত্যুর ছোঁয়ায় শেষ হতে।
নদী তার চলার পথে বাঁক নেয়
জীবনও একই ভাবে বাক নেয় চলার পথে।

নদীর কি মৃত্যু আছে?
অবশ্যই আছে। "ভোলা" নদীর নাম শোননি?
নদীর শৈশব থাকে, যৌবন আসে
বুড়ো হয়ে একসময় শুকিয়ে যায়।
খুব সুখে জীবন যেমন আনন্দে দিশা হারায়,
তেমনি নদীও ছলাৎ ছলাৎ আনন্দে
ঘোর বর্ষায় দুই কূল ছাপিয়ে যায়।
জীবনের মত নদীও ক্রমাগত বদলায়।



বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:৫৭

বিজন রয় বলেছেন: জীবন আসলেই নদীর মতো।
সুন্দরভাবে ফুটিয়েছেন।

ভাল আছেন তো?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১:১৫

আলোকিত অন্ধকার বলেছেন: ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ বিজন ভাই। ভালো থাকুন সবসময়।

২| ০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



কোন পরীক্ষায় নদীর রচনা কমন পড়েছিলো?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১:১২

আলোকিত অন্ধকার বলেছেন: না ভাই। তবে, একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় একবার একটা নদীর ছবি আঁকতে হয়েছিল।

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১:১৬

আলোকিত অন্ধকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: নদীর মত জীবনেও জোয়ার ভাটা আছে। সুন্দর কবিতা।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১:১৭

আলোকিত অন্ধকার বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: মাটির অনেক নিচে মরা নদী লুকিয়ে । চ্যানেল বেড ডিপোজিট কারেন্ট ডিপোজিট মরা নদীর সাক্ষ্য বহন করে ।

৬| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৯:০৪

নেওয়াজ আলি বলেছেন: জীবন এক মহাসাগর । এই সাগরে নৌকর বৈঠা শক্ত করে ধরতে হয়

০৫ ই জুলাই, ২০২০ রাত ২:৪৬

আলোকিত অন্ধকার বলেছেন: প্রকৃতপক্ষে শক্ত করে বৈঠা ধরে জীবনের গতি নিয়ন্ত্রণ করা যায় বলে আমি মনে করি না। তবে বৈঠা হাতে প্রস্তুত থাকা উত্তম।

৭| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৪:১২

আজাদ প্রোডাক্টস বলেছেন: ফারাক্কার কারণে নদীর পানি নাই হয়ে যাচ্ছে

৮| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: জীবন একটি নদীর মতো।- সত্য বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.