নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীরু..।

আলোকিত অন্ধকার

আলোকিত অন্ধকার › বিস্তারিত পোস্টঃ

এক আকাশে দুই ঘুড়ি

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৮


নীল রঙের একটা ঘুড়ি উড়ছিল-
আকাশের নীলের সাথে মিশে গিয়ে।
হঠাৎ দেখলো তার আকাশে একটা-
লাল ঘুড়ি উড়ছে লেজ নাড়িয়ে।

একচ্ছত্র আধিপত্য হারিয়ে নীল ঘুড়িটা-
জ্বলে উঠলো হিংসার আগুনে।
সুচালো মাথা তাক করে তেড়ে গেল-
অবাঞ্চিত আপদটাকে বিদায় করতে।

কিন্তু তাকে দেখে লাল ঘুড়িটার-
সেকি বাঁধভাঙা উচ্ছ্বাস!
লেজ নেড়ে নেড়ে ছুটে এল-
নীল ঘুড়িটাকে অভিবাদন জানাতে।

নীল ঘুড়িটা তীব্র আক্রোশে ছিড়ে
দেয়-
লাল ঘুড়িটার সুন্দর একপাশ।
তারপর হঠাৎ ঝরে পড়তে পড়তে বুঝল-
নিজেও সে হয়েছে ক্ষত বিক্ষত।

আকাশ থেকে খসে পড়তে পড়তে-
অনুতাপে পুড়ে ছাই হল দম্ভ।
তারপর নীল ঘুড়িটা অজান্তেই-
ভালোবাসলো লাল ঘুড়িটাকে।

একটা ছোট ছেলে মাঠে খেলতে গিয়ে-
কুড়িয়ে আনল দুটো ছেড়া ঘুড়ি।
তারপর দুটো ছেড়া ঘুড়ি জুড়ে নিয়ে-
সে বানালো নতুন একটা ঘুড়ি।

লাল ঘুড়িটা এখন আকাশে উড়ে-
নীল ঘুড়িটাকে সাথে নিয়ে।
অর্ধেক লাল আর অর্ধেক নীল ঘুড়িটা এখন-
উড়ে বেড়ায় একটা ছোট্ট ছেলের ভালোবাসা হয়ে।

বিঃদ্রঃ- ছবিটি google থেকে সংগৃহীত...।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.