![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
আমার তেমন কিছুই দেবার নেই। আজ শুক্রবার একটু ফ্রি সময় পেয়েছি। এই ফাঁকে তোমাদের জন্য একটি গান লিখলাম। আমি সুর পারি না। তোমরা কেউ করে নিও। তোমাদের সুরে আমার এই সামান্য বাণী যদি প্রাণ পায় তাতে আমি সামান্য হলেও ধন্য হব। সুর দেবার ক্ষেত্রে যদি লিরিক, স্থায়ী বা অন্তরার সামান্য পরিবর্তন করতে হয় করে নিও। মাত্র দশ মিনিট সময়ের মধ্যে গানটি রচিত!!!
দেখো দেখো শহীদ পরিবার
আমরা বাঙালী তরুন জেগেছি
ভয় করি না মরিবার।।
দেখ দেখ রাজাকার!! আছি শাহবাগে, কলঙ্ক মুক্তির দাবিতে
তুই রাজাকার, পেরেছিস কি ভাবিতে।।
তোদের ফাঁসি নিশ্চিত না করে
শ্বাস নেবো না পরান ভরে।।
এসেছে সময় রক্তের ঋণ শোধিবার।
দেখো দেখো শহীদ পরিবার
আমরা বাঙালী তরুন জেগেছি
ভয় করি না মরিবার।।
দেখ দেখ রাজাকার!!! তোদের পাপে সাত আসমান কাঁপে
বিয়াল্লিশ বছর কেটেছে স্বজন হারানোর পরিতাপে।।
ঐ দেখ আনন্দে কাঁদছে মা, বোন, নানী
প্রজন্ম চত্তর ঘুচাবে তাদের সব গ্লানি।।
এসেছে সময় কিছু করিবার।
দেখো দেখো শহীদ পরিবার
আমরা বাঙালী তরুন জেগেছি
ভয় করি না মরিবার।।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আবেদ ভাই এই গানটির যদি সুরারোপ হয় খুব খুশি হবো। আপনি কি সুর দিতে পারবেন?
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
ফিরে এলাম নতুন নিকে বলেছেন: ভাই, ভাল হয় নাই
সাধু চলিত মিশে গেছে। বাংলা গানে আগে সাধু-চলিত মিশ্রণ দোষনীয় ছিল না। এখন চলে না।
বারাঙ্গনা মানে পতিতা। আপনি কী হিসাবে মা, বোন, নানীকে এই কথা বললেন?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ইচ্ছে করেই সাধু চলতি মিশিয়েছি। কিছুটা ফিউশন নিয়ে আসার জন্য।
বারাঙ্গনা উঠিয়ে দিয়েছি।
আর কিছু পরিবর্তনের অনুমুতি পোষ্টে দিয়ে দিয়েছি।
একটা সুর দিন না ভাই!!!
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
ফিরে এলাম নতুন নিকে বলেছেন: লিখতে যখন পেরেছেন, সুরও দিতে পারবেন। সময় হাতে নিয়ে চেষ্টা করুন।
আমার এক নিকট আত্মীয় দেশের প্রখ্যাত শিল্পী এবং সুরকার। কিন্তু তাঁর কাছে গান নিয়ে গেলেই তিনি প্রথম লাইন পড়ে ছুড়ে ফেলে দেন। আপনি ভাল লিখতে চেষ্টা করুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনার সেই প্রখ্যাত শিল্পী আত্মিয়কে বলুন তিনি কতগুলো কাগজ ছুরে ফেলতে পারেন? তিনি হাজার টা গান ছিড়ে ফেলে দিলেও তার পরও আমার লেখার ক্ষমতা আছে। কিন্তু ভাইজান আমি সময়ের কাছে বড় অসহায়। নিজের ব্যবসা বানিজ্য নিয়ে অনেক ব্যাস্ত সময় কাটাতে হয়। তাই ইচ্ছে থাকলেও লিখতে পারি না।
ছুরে ফেলা জিনিসও অনেক সময় দামি হয়ে উঠতে পারে।
ঐ রাজাকাররা যখন গাড়ীতে জাতীয় পতাকা উড়িয়ে হর হর করে মন্ত্রিত্বের দ্বায়িত্ব নিয়ে প্রোটকল নিয়ে রাজপথে চলেছিলো তখন আমরা অসহায়ের মত দেখেছি কিন্তু আজ এই গণজাগরনের মুখে তাদের কি অবস্তা দেখেন
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: ++++++