![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
কিছুক্ষণ আগে সকালের নাস্তা করতে বরিশালের স্থানীয় একটি রেস্ট্রুরেন্টে গরম পরোটা পাবার অপেক্ষায় বসে আছি। আমার পাশের টেবিলে একদর মানুষ তারাও নাস্তার অপেক্ষায়। একজন মেহেদী রাঙানো দাড়িওয়ালা ভদ্র গায়ে কালো কোট। তার পাশের লোকগুলো থেকে তাকে একটু বুদ্ধিমান, ক্ষমতাধর ও বিচক্ষন মনে হল। তাকে লিডার লিডার লাগছে। তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে ছিলেন। যাই হোক এত কিছু খেয়াল করিনি। হঠাৎ তাদের মধ্য থেকে ঐ ভদ্রলোকের কাছে জানতে চাইলেন “ভাইজান!!! ব্লগার কি?”
ঐ দাড়িয়াল, স্বজ্জন ভদ্রলোক খুব সহজ ভাবে হেসে উত্তর দিলেন, “ব্লগার হল যারা আল্লাহ্ খোদা ও আমাদের দয়াল নবীজির বিরুদ্ধে ইন্টারনেটে লেখালেখি করে।” অন্য সবাই শুনে বেশ তৃপ্তির ঢেকুর তুললেন। যেন অনেক কিছু শিখে ফেললেন। তারপর তারা আল্লাহ্ নবীর বিরুদ্ধে কথা বলার পরিনাম ও এ সংক্রান্ত আলোচনায় চলে গেলেন। এর মধ্যে আমারও নাস্তা করা শেষ।
আমি কোনো নাক গলাবার প্রয়োজনবোধ করলাম না। আমি জানি যে অনন্য সাধারণ মানুষগুলো মহাকালে স্থায়ী আসন নিয়ে মানুষের মনের মধ্যে গেঁথে আছেন। সেই ত্যাগী গুণীজনদের তাদের মহাকাল মেনে নেয়ার চেয়ে লাঞ্চনাও কম দেয়নি। এই চায়ের দোকানে, হোটেল রেস্ট্রুরেন্টে মিথ্যে ডেফিনেশন দেয়া দুনিয়ার আসে ভালোমন্দ খাওয়া দাওয়া করে তারপর এক সময় মারা যায় এবং মাটির সাথে মিশে যায়। তাদের সন্তান নাতিরাও তাদের নাম মাঝে মাঝে ভুলে যায়। আবার মাঝে মাঝে মনে পড়ে যাখন এই বাবা দাদাদের জমিজমা সক্রান্ত পাকানো জঞ্জালে যখন কোর্টে হাজিরা দিতে হয় বা দলিল পত্রের ঝামেলার বোঝা মাথায় নিতে হয়। তবে দুনিয়া তাদের আর মনে রাখবার প্রয়োজন মনে করে না। কিন্তু যারা কলবের সত্য কথা ও সত্য বিশ্ব কলমে ও তার কাজের মাধ্যমে প্রকাশ করে। যারা ভাই ব্লগার রাজিবের মত শহীদ হন তাদের মহাকাল মনে রাখেই। এরা স্ব-শরীরে বেঁচে থাকার চেয়ে মৃত্যুর আরও সুন্দর করে বেঁচে থাকে সবার অন্তরে। সুন্দর নামের তাজা ফুলের সৌরভ ছরায় চিরকাল।
ধিক্কার তাদের যারা ব্লগারদের নিত্যদিন অপমান করছেন। ধিক্কার সেই ব্যাক্তি বিচারপতিকে যিনি কাদের মোল্লার মত কসাইয়ের মৃত্যুদন্ড লিখতে পেরেছেন। সেই বিচারপতির যদি মৃত্যুদন্ডের রায় লেখা ছাড়া কোনো উপায় না থাকতো তাহলে তার মনের মাঝে যে সৎ বনফসের অবস্থান সেই বিবেকবোধ থেকে তার পদত্যাগ করা উচিৎ ছিলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সত্যিই দুঃখের
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: ব্লগার হল যারা আল্লাহ্ খোদা ও আমাদের দয়াল নবীজির বিরুদ্ধে ইন্টারনেটে লেখালেখি করে।
ইয়া খোদা! সবাই এইটা ভাবলে নিজেরে আর ব্লগার বলা জাইব না!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এরকম মানুষের এ সমাজে অভাব নেই। আমাদের ভাবতে হবে এই জিনিস গুলো কোথা থেকে ছড়াচ্ছে। আরও ভালো আমরা আমাদের মত লিখতে থাকি আজ ঐ ব্যাটা না বুঝতে না পারলেও আমাদের জেনারেশন ঠিকই বুঝবে।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০
চলতি নিয়ম বলেছেন: ধিক্কার সেই ব্যাক্তি বিচারপতিকে যিনি কাদের মোল্লার মত কসাইয়ের মৃত্যুদন্ড লিখতে পেরেছেন।
ক্যামনে কি?
পোস্টে +
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সত্যি এরকম রায় লেখার আগে আত্মহত্যা করাও ভালো। সেই আত্মহত্যাও শহীদ বলে গণ্য হত।
আমরা আমার ব্লগার ভাইকে হারাতাম না!!!!
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
বিডি বন্ড বলেছেন: হুম এখন সময় হয়েছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: জ্বী!!!
আমাদের আত্মত্যাগ ও জীবন দিয়ে হলেও ব্লগারের অবদান কি তার ইতিহাস তৈরি করবো।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
যীশূ বলেছেন: আপনি তাদের ভুলটা শুধরে দেয়ার চেষ্টা করেননি কেন?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ভাই দেখেন এখানকার বেশিরভাগ মানুষই একরোখা!!!
সমাজের কিছু মাতব্বর আছে যারা না জেনেও নিজেকে জাহির করার জন্য ভুল তথ্য দিয়ে যাচ্ছেন।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
Atiqur007 বলেছেন: আপনার উচিত ছিল তাদের ভুলটা ধরিয়ে দেয়া | দেশের কয়টা মানুষ ব্লগ বা ব্লগার সম্পর্কে জানে??
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আসলে তেমন কোনো পরিস্থিতি ছিলো না।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
বোকামন বলেছেন: