![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।
কিছু কিছু পরিস্থিতির কোনো সান্তনা হয় না। সাভারের ঘটনা তেমনি হৃদয় বিদারক। হায়রে মানবিকতা!!! নিজেকে বার বার ঐ জায়গায় কল্পনা করছি। আমি স্পষ্ট দেখতে পারছি ৪দিন ধরে আটকে আছি। পেটে প্রচন্ড ক্ষুধা। হাত পা আটকে আছে। যতটুকু জোড় ছিল তার সবটুকু দিয়ে চেষ্টা করেছি নিজেকে মুক্ত করার। হাত পা থেথলে গেছে। রক্ত ঝরেছে কিন্তু আমার কিছু করার নেই। তৃষ্ণায় মুখ বুক শুকিয়ে একাকার। এর থেকে মৃত্যু ঢের ভালো। আল্লাহ্ কি পাপ করেছি যে এমন করে মরতে হবে। পেটের দায়ে গার্মেন্ট এ কাজ করতে এসেছি। অনেক গালি, অনেক নির্যাতন সয়ে কাজ করে মাসের শুরুতে কিছু টাকা পাই। আর সেই টাকা পাঠিয়ে গ্রামে বসবাসরত পরিজনের মুখে হাসি ফুটাই। একে তো গরীব তার উপর এই করুন পরিনতি। এই অবস্থায় মনে পরছে সন্তানের মুখ। ওর কি হবে? এতিম হয়ে মানুষের থাপ্পর-চোপার সহ্য করে বেঁচে থাকতে হবে। এ যেন জন্ম জন্মান্তরের অভাবি। আর ঐ শিক্ষিত চোরদের দিন সর্বকালেই ভালোকাটে। দু’এক জন শিক্ষিত চোর চিহ্নিত হয়। তাদের বেশিরভাগই রেহাই পেয়ে যায়। যে দু’এক জনের ভোগান্তি হয় সেই শিক্ষিত চোরের স্থানে আর একজন আসে। এভাবেই চিরকাল চলেছে এবং চলবে।
একবার ভেবে দেখুন তো আপনার আমার পরিজন যদি ওখানে থাকতেন তাহলে মনটা কেমন লাগতো। আর সইতে পারি না। নজরুলের দুটি বিখ্যাত বানী মনে আসছে-
“চোখ ফেটে এলো জল
এমন করিয়া, জগৎ জুড়িয়া, মার খাবে দুর্বল”
“বন্ধুগো বড় বিষ জ্বালা এই বুকে,
তাই দেখিয়া, শুনিয়া, খেপিয়া গিয়াছি যাহা আসে বলি মুখে”
কিছু কিছু পরিস্থিতির কোনো সান্তনা হয় না। ঠিক তেমনি কিছু কিছু অপরাধের কোনো ক্ষমা হয় না। মাননীয় স্বরাষ্ট মন্ত্রী জাতির এই দুঃসময়কে যেভাবে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলেন তার ক্ষমা অন্তর থেকে ক্ষমার অযোগ্য ঠিক তেমনি দেশের সেই সব বাড়িওয়ালাকে মন থেকে ধিক্কার জানাচ্ছি যারা জেনেশুনে শুধু মাত্র মুনাফার আশায় ঝুকিপূর্ণ বিল্ডিং বানিয়েছে।
©somewhere in net ltd.