নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা আমি

ধূসর সন্ধ্যা

ধূসর সন্ধ্যা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামি আমলে পত্রিকা অফিসে আগুন

২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১০

এখন সময় খারাপ কিন্তু আওয়ামি আমলে তো দেশের অবস্থা খুব ভাল ছিল। সেই সময়েও পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছিল। ২০১৩ সালের ১৩ই ফেব্রুয়ারি দুপুর বেলার ছবি নিচে দেওয়া হল। হোটেল ইডেন কম্প্লেক্স এর দৈনিক নয়া দিগন্ত অফিসে অগ্নিসংযোগের ছবি।

ছবিতে দেখা যাচ্ছে নয়া দিগন্তের সেই সময়ের সম্পাদক সালাহউদ্দিন বাবর ও বার্তা সম্পাদক আযম মীর তাদের কর্মীদের নিয়ে আগুন নেভাতে ব্যস্ত। এরপরের ছবিতে দেখা যাচ্ছে প্রেস থেকে অগ্নিদ্বগ্ধ কাগজের রোল বের করা হচ্ছে ।


আওয়ামিলীগের আমলে সাংবাদিক পেটানোর ঘটনার তো কোন অভাব নেই। আর আজকে সেই আওয়ামিলীগই সাংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বড় সচ্চার =p~

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুজিব মিডিয়ার গলা চিপে ধরেছিল। মুজিব কন্যাও আরো কয়েক কাঠি সরেস ছিল। এরা দুজনই গণতন্ত্রের বুলি আওরিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০২

সৈয়দ কুতুব বলেছেন: সঠিক বলেছেন । তাই আওয়ামি লিগের এসব নিয়ে কথা বলার এখতিয়ার নেই ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭

একজন নিষ্ঠাবান বলেছেন: আওয়ামীলীগ কখনোই মিডিয়ায় বিশ্বাসী ছিলনা; মিডিয়াকে শত্রু ভাবতো।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: মিডিয়া গুলো সবচেয়ে বড় দালাল।
যখন যে সরকার ক্ষমতায়, মিডিয়া গুলো তারই দালালি করে।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৫

এ আর ১৫ বলেছেন: sb]আগুন লাগিয়ে ছিল বাহিরের গাড়িতে এবং সাথে সাথে ঐ পত্রিকার কর্মীরা সেটা নিভিয়ে দেয় ,

সেটার সাথে প্রথম আলো ডেইলি স্টারের আগুন দেওয়ার কোন তুলনা চলে না । ডোবার সাথে মহাসাগরের তুলনা করার মত আপনাদের বিবেচান , মব আক্রমণ করে সাংবাদিক কর্মী সহ গোটা ভাবনে আগুন দেওয়া হয়, লুটপাট চলে ঘন্টা ব্যপি , পুলিশ কোন বাধা দেয় না, সেনা এসে ২০ মিনিট সময়ের জন্য অনুরোধ করে ভিতরের মানুষদের উদ্ধার করে , সেনা চলে যাবার পরে আবার লুটপাট ভাংচুর আগুন লাগান চলতে থাকে ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৭

নিমো বলেছেন: আওয়ামী আমলে অনেক জঘন্য কিছু হয়েছে বলেইতো এই ইউনূস-জা-শি আমল এসেছে। তো একই ধারাবাহিকতা বজায় রাখার নাম কি নূতন ভন্ডবোস্ত। রাকসু-জাকসুর বিজয় ছিল জা-শির। কিন্তু প্রতম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী তছনছেী বক্তব্য ব্যক্তিগত। হা!হা!. ভালো। আম্মারতো সিচুয়েশনাল শিবির। ওর আরও নানা রকম শিবিরের সংজ্ঞায়ন আছে। আপনি কোন শনাল? আপনি, মশিউর, এনামুল, জুমার,আমি নই এদের পোসৃট মন্তব্যই বলে দেয় অপরাধী জা-শি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.