নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ আর আমার মধ্যে খুব অদ্ভুদ একটা মিল আছে
আকাশের যখন মন খারাপ হয় আকাশ তখন কাঁদে
ঠিক আমার ও যখন খুব মন খারাপ হয় আমি তখন কাঁদি
আজ আকাশের ও মন ভালো নেই আমার ও মন ভালো নেই
তাই আমি ও কাঁদছি আর আমার সাথে সাথে আকাশ ও কাঁদছে.........:'''(
কিন্তু আকাশের কান্না সবাই দেখতে পাচ্ছে ,আমার কান্না কেউ দেখতে পাচ্ছে না কিভাবে দেখবে আমার কান্না যে আকাশের কান্নার সাথে মিশে একাকার হয়ে গেছে তাই আমি যে কাঁদছি কারো বুঝার উপায় নেই আকাশ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কাদা সুযোগ করে দেবার জন্য............... :'''(
( স্বপ্নহীন যুবক)
©somewhere in net ltd.