নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যালো, ভিজিটর, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকার জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট কামনা।আপনাকে স্বাগত এই ব্লগ এরিয়া থেকে।

asim

গনপতী

asim › বিস্তারিত পোস্টঃ

"ডায়েরির শেষ পৃষ্ঠার পরের পৃষ্ঠা।"

২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:৪০

"ডায়েরির শেষ পৃষ্ঠার পরের পৃষ্ঠা।"
কথাটা কেমন উদ্ভট মনে হচ্ছে না? শেষের পরে কিছু আছে নাকি?
আমি ব্যাপারটা নিয়ে আমি একটু ভাবতে থাকতে থাকি! ভাবতে ভাবতে এক আশ্চার্য রকম ভাবে বুজতে পারলাম লেখকের কথা ঠিক ছিল।
ধরুন, আমি ডায়েরির পৃষ্ঠা গুনতে শুরু করি। ১, ২, ৩, ৪, ... ... ... । শেষ পৃষ্ঠাটি কত? শেষ পৃষ্ঠাটি কি হতে পারে? আমি ধরে নিলাম সবচেয়ে বড় সংখ্যা। অর্থাৎ ইনফিনিটি। আমি ডায়েরির পৃষ্ঠা গুনতে গিয়ে লক্ষ্য করেছি, বর্তমান পৃষ্ঠার সাথে ১ যোগ করে পরের পৃষ্ঠা পাওয়া যায়। তাহলে শেষ পৃষ্ঠার পরের পৃষ্ঠা হবে ইনফিনিটি + ১ ।কিন্তু আমরা জানি ইনফিনিটি এর সাথে ক্ষুদ্র কিছু যোগ/বিয়োগ করলে ইনফিনিটিই হয়। ব্যাপারটা কি দাঁড়াল, শেষ পৃষ্ঠা যাহা তাহার পরের পৃষ্ঠা ও তাহা। কিন্তু প্রথম পৃষ্ঠা যাহা তাহার পরের পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা নয়। ১ + ১=২। ডায়েরির শেষ পৃষ্ঠার পরের পৃষ্ঠায় কি লেখা থাকে? লেখকেরা এখানে এমন কিছু লেখা লেখে যাহা পড়ে পুরো বই পড়ে যে আনন্দ পাওয়া যায় তার থেকে বেশি আনন্দ পাওয়া যায়। অতএব, ডায়েরির শেষ পৃষ্ঠার পরের পৃষ্ঠা কিন্তু ঠিক আছে।
=>অসীম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.