নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু মানুষ আমাকে ফেসবুকে block করে রেখেছে। তাদের মধ্যে তুমিও একজন। আমি কি তোমার ফটো কিংবা লেখা গুলো দেখবো না?
আজ আমি খুব হ্যাপিতে তোমার লেখা গুলো পড়ছি। জানো কিভাবে? বিশেষ কিছু নয়। শুধু আমার আইড়ি লগ আউট দিয়েছি । আর গুগল সার্চ দিয়েছি তোমার নাম লিখে। এসে গেছে তোমার নাম এবং বৃত্তান্ত। হয়তো তুমি বুঝতে পারছো না -আমি তোমার লেখাগুলো পড়ে কত যে আনন্দ পাচ্ছি। তুমি যদি আমাকে আমাকে তোমার লেখাগুলো না দেখাতে চাও তাহলে তোমার লেখার গোপনীয়তা শুধু বন্ধুগন করো।
এখন তুমি গোপনীয়তা শুধু বন্ধুগন করলেও আমি তোমার লেখা ও ফটো দেখতে পাবো। জানতে চাইবে কীভাবে? কিন্তু এটা বলবো না। ও ভাল কথা, তুমি কিছুতেই জানতে পারবে না, আমি যে তোমার লেখাগুলো পড়েছি আর কীভাবে তোমার ফটো আমার কাছে এল। তবে মনে রেখো, তোমার পিছনে লেগেছি বলে ভেবো না আমি তোমার ক্ষতি করবো। কিন্তু একটা কথা ঠিক থাকবে, আমি কখনোই কারো দ্বারা তোমার ক্ষতি হতে দেবো না।
আমি তোমার পিছনে লেগেছি কেন- তুমি কি জানো? শুধু একটাই কারণ। এ কারণটা জানার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। কিছুদিনের জন্য তুমি আমাকে ভালবেসে বন্ধু বানালে কেন? এখন ভুলে যেতে চাও কেন?
ইতি,
তোমার পিছনে লেগে থাকা আমি।
©somewhere in net ltd.