![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শারদীয়া দুর্গাপুজা যেমন আনন্দের বন্যা বয়ে দেয় তেমনি থাকে খাবারের বর্ণিলতা । সেরকমই কিছু খাবারের ছবি নিয়ে হাজির হয়ে গেলাম । তবে এবার ছবি ও রেসিপি একসাথে নিয়েই আমার এই ছবি-ব্লগ ।
নারকেল নাড়ু থাকা আবশ্যক । তা সে চিনি বা গুড়ের হোক না কেনো তাতে স্বাদের কোন তফাৎ থাকে না ।
আর পুজোর সময় অনেকেই নিরামিষ খাবারকেই প্রাধান্য দিয়ে থাকেন , বিশেষ করে সপ্তমী ও অষ্টমীতে নিরামিষ হবেই হবে ।
লুচি খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর । তাই বিশেষ আয়োজনে ছানার লুচিও অনেক মজাদার ।
লুচির সাথে ছোলার ডাল খাওয়া মানে পরিপূর্ণ আহার । অনেক সময় দু'এক পিস লুচি বেশিও খাওয়া হয়ে যায় ।
দুর্গাপুজা উপলক্ষ্যে রেসিপি গুলো "আমাদের সময় " ১৯/১০/২০২০ সালে প্রকাশিত হয়েছে
০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১০:২১
অসিত কর্মকার সুজন বলেছেন: বাহ আপনি তাহলে ভাগ্যবান । আমি অবশ্য ছোট থেকেই চার ধর্মের মানুষের সাথে মিলেমিশে বড় হয়েছি । তাই আনন্দ উৎসবে খাবারের আয়োজন গুলো বেশ ভালোই লাগে ।
২| ২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছোট বেলায় তখন কলকাতায় থাকতাম।পুজামন্ডপে গেলে কলাপাতায় অল্প একটু প্রসাদ দিত,সেটা কি দিয়ে বানানো,তার স্বাদ এখনো লেগে আছে।
৩| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: ভালো।
০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১০:২৩
অসিত কর্মকার সুজন বলেছেন: ধন্যবাদ
৪| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:১৬
অগ্নিবেশ বলেছেন: অনুভুতিতে আঘাত করতে চান?
৫| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৪
মা.হাসান বলেছেন: লাবড়া পেয়ে গেলাম, খিচুড়িটা বাকি থাকলো।
দু-একটা লুচি বেশি খাওয়া হয়? লুচি-সব্জি হলে দিস্তা দিস্তা লুচি খাওয়া হয়, গোনার হিসেব থাকে না। ছানার লুচি কখনো খাওয়া হয় নি । এটা কি ফুলকো হবে? নাকি ছানার জন্য একটু খাস্তা হবে?
৬| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: ছানার লুচি টা নতুন আমার কাছে !!
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৪
পদ্মপুকুর বলেছেন: অফিসে আমার ডিপার্টমেন্টে একজন হিন্দু, দুজন ক্রিশ্চান বাকি আটজন মুসলিম... আমাদের খুবই মজা, সব উপলক্ষেই খাবার দাবারের বাড়বাড়ন্ত থাকে।