![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি
ঐ আকাশ নীলিমায় যদি, দেখ কোন তাঁরা
বুঝবে তুমি হৃদয়ে আছো, তাই উঠেছে তারা
যদি মনের গহীনে কোন, বেদনা বাসা বাধে
তোমাকে ভাবছি তাই বুঝি, তোমার এমনই লাগে
যদি কোন মেঘ এসে ডেকে দিয়ে সূর্যকে, নিবিয়ে দেয় আলো
বুজবে তুমিই আলো তাই, সূর্যকে কি লাগে ভাল
হঠাৎ যদি আসে ঝড়, দখিণা বাতাস বয়ে
হৃদয়ের কথা বলছে আমার, সে দখিনা বাতাস হয়ে
যাও তুমি যেদিক পানে, পাবে তুমি আমায়
হারিয়ে যেতে দেবনা, তোমায় হৃদয় হতে
মিশে আছ এ হৃদয়ে, থাকবে চিরকাল
আমি তোমার জনম জনম, তুমিও তো আমার.........।
©somewhere in net ltd.