![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাভিশন মানিকগঞ্জে আজকে পুলিশের গুলিতে ৫ জন খুনের ঘটনায় মোটামুটি (মানে অনেকটাই) নিরপেক্ষ সংবাদ প্রচার করেছে বলে মনে হলো। রিপোর্টারের বক্তব্য অনুযায়ীঃ
সকালে হরতালের সমর্থনে ইসলামী দলগুলোর একটি মিছিল বের হয় এবং তা কিছু রাস্তা প্রদক্ষিণ করে।
এরপর পুলিশের বাধার মুখে পড়ে।
পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়।
পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়তে থাকে। গুলিও নাকি চালিয়েছে।
এক পর্যায়ে সর্বস্তরের নিরীহ গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে।
তখন পুলিশের মুহুর্মূহু গুলিতে ৫ জন প্রাণ হারায়। অনেক সাধারণ গ্রামবাসী গুলিবিদ্ধ হন।
নিহতদের মধ্যে একজন নারী, একজন ৩-৪ মাস আগে বিদেশ ফেরত গ্রামবাসী যিনি কিছুদিনের মধ্যেই আবারো বিদেশে যেতেন, আরো একজন নিরীহ গ্রামবাসী।
পুরো গ্রামে শোকের ছায়া। সাধারণ জনগণ ব্যাপক ক্ষুব্ধ।
পরিশেষে বলা যায় বাংলাভিশনও কাদ্দের সিদ্দিকীর মতো রাজাকার হয়ে গেছে। বাংলাভিশনের ফাঁসী চাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
আস্তালা ভিস্তা বলেছেন: লিংকে ক্লিক কইরা ছ্যাঁক খাইলাম। এইভাবে পারলেন ছ্যাঁক দিতে?
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
সহজ সরল রমণী বলেছেন: বাংলাভিশন বন্ধ করার জোর দাবী জানাচ্ছি। এসব ডাহা মিথ্যা সংবাদ, মারা গেছে নিজেদের গুলিতে নিজেরাই। পুলিশের এখানে কোন ভুমিকা নেই। জঙ্গিরা নিজেদের গ্রেনেড নিজেরাই ব্লাষ্ট করেছে, এই মৃত্যু তারই ফল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
আস্তালা ভিস্তা বলেছেন: বাংলাভিশন বন্ধ করার জোর দাবী জানাচ্ছি। এসব ডাহা মিথ্যা সংবাদ, মারা গেছে নিজেদের গুলিতে নিজেরাই। পুলিশের এখানে কোন ভুমিকা নেই। জঙ্গিরা নিজেদের গ্রেনেড নিজেরাই ব্লাষ্ট করেছে, এই মৃত্যু তারই ফল।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
দুরন্ত-পথিক বলেছেন: আমার দেশের টিম এর সাথে বাংলা ভিসন টিম এর ও ফাসি চাই।বাকশাল কে স্বাগতম।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
টাইটান ১ বলেছেন: প্রত্যেকটা ঘটনার দুইটা দিক আসছে। এখন জনগণ সিদ্ধান্ত নিক কোনটা সঠিক? জনগণের সে ক্ষমতা নেয়। সো আসল শিক্ষায় শিক্ষিত জনগণের কতটা প্রয়োজন এখন দেশবাসী ভাবুক। ভাবলে উপকার হবে।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
শহিদ মিনার, জাতীয় পতাকা অবমাননাকারিরা রাষ্ট্রদ্রহী।
রাষ্ট্রদ্রহীতার শাস্তি - মৃতুদন্ড
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
আস্তালা ভিস্তা বলেছেন: অবমাননাকারী কে - খুঁজে বের করেন। বলছিলেন তো সাংবাদিকদের পিটাইছে মুসল্লিরা। এখন তো বের হইছে কারা পিটাইছে আর গুলি করছে। মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
নীলতিমি বলেছেন:
রাজীব হত্যায় তিন আসামির ফাঁসি হবে ‘সাংবিধানিক ভুল’