নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্তালা ভিস্তা

আস্তালা ভিস্তা › বিস্তারিত পোস্টঃ

শ্রেষ্ঠতম মানুষ প্রিয় নবীকে (সা) নিকৃষ্টতম কীট নাস্তিক ব্লগারদের কটূক্তির প্রতিবাদে আজ সব মুসলিম ভাই-বোন নফল রোজা রাখুনঃপ্রাণপ্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ হরতাল শেষে বিকালে কামরঙ্গীরচর মাদরাসায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে হরতাল চলাকালে পুলিশের বেপরোয়া গুলিতে মানিকগঞ্জে ৫ জন নিহত এবং সারাদেশে নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে আজ মানিকগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল, সারাদেশে বিক্ষোভ পালন, সব শহীদ ও আহতদের জন্য দোয়া এবং রোজা রাখার আহ্বান জানান। একই সঙ্গে মসজিদে মসজিদে কুনুতে নাযেলা পড়ে দোয়া অব্যাহত রাখার জন্যও ইমামদের প্রতি আহ্বান এবং ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাস্তিক-মুরতাদ ব্লগারদের ইসলামবিরোধী তত্পরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সারাদেশে গণসংযোগ করার জন্য আলেম-ওলামা, নেতাকর্মী ও নবীপ্রেমিকদের প্রতি আহ্বান জানান। ২৮ ফেব্রুয়ারির মধ্যে নাস্তিক-মুরতাদ ব্লগারদের গ্রেফতার করে শাস্তি প্রদান এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানসহ এই আন্দোলনে গ্রেফতারকৃত সবার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ১ মার্চ বাদজুমা দেশব্যাপী বিক্ষোভ ও দোয়া দিবস পালন করা হবে।

নেতারা জানান, ওইদিনের বিক্ষোভ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্বনবীর (সা.) প্রেমিকরা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, কিছু পত্রিকা ও ইলেট্রনিক মিডিয়ায় নাস্তিকদের পক্ষ নিয়ে উস্কানি ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার বন্ধ না করলে ১ মার্চ থেকে তাদের এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পণ্য বর্জন করার জন্য দেশবাসীকে আহ্বান জানানো হবে।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

তামীম বলছি বলেছেন: @চিকোনকালা,
রাজীব ওরফে ‘থাবা বাবা’ এবং কিছু অপ্রিয় সত্যকথন

এইটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদের ব্যাপারে, যিনি সাম্প্রতি গত হইয়াছেন।

আর মগাচিপ গংয়ের কর্মকান্ড যদি আপনি এখনো না দেখে থাকেন, তবে বলব, চোখটা একটু খুলুন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

আস্তালা ভিস্তা বলেছেন: "দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ" - =)) ROFL যামু কই?


লিংকটা অসাধারণ। ধন্যবাদ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

ইকবাল পারভেজ বলেছেন: @চিকনকালা: ভাই, হত্যা করার কথা আমি বলতেছি না; তবে আসিফের এরকম লেখা যে কোন ধার্মিক লোকের মনে আঘাত লাগার জন্য যথেষ্ট।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

ইকবাল পারভেজ বলেছেন: ধুর লিঙ্ক আসে নাই; আবার দিলাম
Click This Link

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

আস্তালা ভিস্তা বলেছেন: আপনার লিঙ্ক থেকে একটা মন্তব্য তুলে দিলামঃ
Susmita Mahmood ঃ আসিফ মহিউদ্দীন ভাই অনেক আগে আপনার কয়েকটা লেখা পড়েছিলাম...আপনার উপর হামলা হয়েছিল শুনে খারাপ লেগেছিল...এই লেখা পড়ার পর মনে হচ্ছে একটা হামলা খুব কম হয়ে গেছে...আপনার মতো মানুষের উপর হাজারবার হামলা করা উচিত...মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলেও কেউ এতটা অশালীন ভাষা ব্যবহার করতে পারেনা...আপনার কাউকে ভালো নাই লাগতে পারে...কিন্তু তাই বলে আপনার কোন অধিকার নাই লক্ষ লক্ষ মুসলিমের অনুভুতিতে এভাবে আঘাত করার...শারীরিক নয়,আপনার আসলে মানসিক চিকিৎসা দরকার... :@

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

ইকবাল পারভেজ বলেছেন: আর আমাদের শহীদ থাবা বাবার লেখা নিয়া নতুন করে কিছু বলার নাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

আস্তালা ভিস্তা বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

তামীম বলছি বলেছেন: এইটাই আওয়ামিলীগের চরিত্র। যে ধর্মকারী কিছুদিন আগ পর্যন্ত দেশে ব্যান ছিল, রাজীব খুন হবার পরে এই ধর্মকারী সাইটটাকে আবার খুলে দেয়া হইল।

@ চিকনকালা, আপনি ধর্মকারী সাইটটা কি দেখেন নাই?

এইখানে দেখেন-
http://www.dhormockery.com/

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

আস্তালা ভিস্তা বলেছেন: ভবিষ্যতে এই সবগুলার বিচার হবে ইনশাআল্লাহ

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

মিশনারী বলেছেন: @চিকনকাল আপনি কি মুসলমান নাকি অন্য ধর্মের লোক ?

কোন নাস্তিক তার মত নিয়ে থাকুক আমার কোন আপত্তি না, কিন্তূ আমার আল্লাহ ও রাসুল কে বাজে মন্তব্য করবে এইটা মুসলমান হিসাবে মেনে নিতে পারি না । এইটা মুসলমান নবী বলে গেছেন, আর যারা তাদের সাপোর্ট করেন, তারা মুসলমান থাকতে পারে না ।

এইসব নাস্তিকদের আপনি চেনেন না ?

১। আসিফ মহিউদ্দিন
২। ছন্ন ছাড়া
৩। আরিফুর রহমান
৪। সবাক
৫। ব্ল্যাকমেজিসিয়ান

সহ আরো অনেকে । আপনি তাদের ব্লগে গিয়ে দেখুন, আপনার ঈমান থাকে, আশা করি কথা বলবেন না । আর যদি ঈমান না জাগে, আল্লাহ আপনাকে হেদায়াত করুক ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

আস্তালা ভিস্তা বলেছেন: এখানে অনেক জারজ আছে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ (স) এর চেয়ে জারজ আবু জেহেলকে বেশি পছন্দ করে। মুসলমানিত্বের চেয়ে কুকুর নাস্তিক-মুরতাদ আর তাদের বিদেশি প্রভুদের দেয়া ছেঁড়া রুটি বেশি পছন্দ করে। যে যেটা পছন্দ করবে, সে সেটাই পাবে। নো অফেন্স অ্যানিওয়ান।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

চলতি নিয়ম বলেছেন: নাস্তিক গুলার বিচার করা হোক।সাস্তি দেয়া হোক।

ভাই সকল এবার বলুন তো যেসকল রাজাকারের খুন ধর্ষণ লুটপাট করে এখন ধর্মীয় লেবাসে পাপ ঢাকার চেষ্টা করছে, কোরআন শরীফ হাতে নিয়ে আদালতে মিথ্যা কথা বলছে তাদের কে কি সাস্তি দেয়া উচিত?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

আস্তালা ভিস্তা বলেছেন: এ আর বলতে? আমার ক্লাস টু তে পড়া ভাইগ্নাও তো বলতে পারবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.