![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-ভারত বর্ষ থেকে শুরু করে আজকের বাংলাদেশ, ভারত বা পাকিস্তান এর ইতিহাস যদি বিটোভেন এর সিম্পনি সাথে তুলনা করা হয় তবে আমদের সবার কাছের এর অনেক নোটস -ই মিসিং।তারপরও , সবাই আমরা ইতিহাসের গান গাই ।
-সমস্যা কোথায় কদম ? সবার ইতিহাস নিয়ে কথা বলার অধীকার আছে।
-সমস্যা হলো , আমরা মিসিং নোটস গুলা নিজের মত করে তৈরী নোটস দিয়ে জুড়ে দেই। ইতিহাস তখন আর বিটোভেন এর সিম্পনি থাকেনা। ইতিহাস হয় বেসুরা। এবং তা হয়ে অসছে জনম জনম ধরে। আমাদের এবং পরের প্রজন্ম ও তাই ওইভুল সিম্পনি তে গান গায় চাচাজী। সেই সুরে আমল করে , সেই সুরে রাস্তায় নামে। এবং মাঝপথ থেকে ফিরে আসে বা অন্য কেউ তার তৈরী সিম্পনি তে ভীড়িয়ে নেয় । নোটস যদি পরিবর্তীত হয়, সিম্পনিও পরিবর্তীত হবে । গানও তাই হবে। চাচাজী উদ্দেশ মূলক সুরের সাথে, আমাদের উদ্দেশ্যহীন পথ চলা।
-সরু চোঁখে চাচাজী তাকিয়ে কদম পানে, চশমাটা তো মনেও দরকার ছিল, শুধু চোখে কেন?
©somewhere in net ltd.