নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

হাসান.

----->bowed to the origin>>>>

হাসান. › বিস্তারিত পোস্টঃ

১৪ ই এপ্রিল , তাই পহেলা বৈশাখ

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২

আমি যে বাঙালি,



* একটা সিস্টেম আসল , যেকোনো ধরেণর সিস্টেম । আমি বুঝি না , সেই ক্ষেত্রে মনোভাব 'এই সিস্টেম টিকবে না , যেহেতু আমি পারি না তাই এটা ভালো না '



* মুখে সবাই পাক্কা ইসলামী , তবে কিবলার দিকে ফিরে সিজদা সপ্তায় চারটার বেশি পরে না একটা ব্যপক অংশের।



*দাড়ি - টুপি পড়া হুজুর যা বলছে তাই ধর্ম , তাতেই আমল। ধার্মিক , আমি শুনে শুনে। কার কাছে শুনা ? যে হুজুরের শিক্ষা খুবই সামন্য, বেতন যার খুবই নগন্য তার কাছে। জাগতিক স্বার্থ রক্ষায় যে হুজুরের উপদেশ পাত্তাও দেই না, তার শিক্ষায় ওপারের অসীম জীবনে পারি দেয়ার জন্যে বসে আছি !!!



*শিক্ষক এর সাথে তর্ক করা যাবে না , তর্ক করলেই জীবন ছারখার হয়ে যাবে ? শিক্ষা তাই নিম্নমুখী। মানসিক ভাবে খুবই অনৈতিক ভদ্রলোক আজকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে বসে আছেন।



*" যাহা রটে , তা কিছুটা হলেও বটে " - এই বাক্যে বিশ্বাসী। জাতিকে যেকোনো কিছুই খাওয়ানো যায় । যেকোনো ধরণের রটনায়-ই তারা বট গাছ খুঁজে। আলোচনা করে , টিভি শো করে।

-------------------------------------------------------------

- এই কদম , কি লিখিস ?

-কিছুনা মকসুদ ভাই , কিবোর্ড নিয়ে খেলি আর একটা প্রশ্নের উত্তর খুজি

-কি

-পাঠার মাংস আমরা মুসলমানরা খাই না কেন আর ছাগল কে কেন অন্ডকোষ মুক্ত করে বড় করা হয় ?

-চাচাজীরে জিগ্যেস কর।

-পাগল !!! এমনিতেই মুখে ব্যথা। তার উপর এই ধরনের প্রশ্ন করলে মুখ-ই খুঁজে পাওয়া যাবে না। তুমি জানো ?

-না , আমিও জানি না , বাদ দে ,পরে খুজবো। এখন বল ১৪-ই এপ্রিল এ কি প্ল্যান।

-১৪-ই এপ্রিল এ আবার কি প্ল্যান ?

-আরে পহেলা বৈশাখ না !! তুই কি পহেলা বৈশাখও ভুলে গেলি ? ১৪ই এপ্রিল হলো পহেলা বৈশাখ।

-ও আচ্ছা , ১৪ ই এপ্রিল , তাই পহেলা বৈশাখ !!! আজ কয় তারিখ বাংলা মাসের ? আজ কয় তারিখ বাংলা মাসের ?

-জানিনা দাড়া পেপার দেখি।

-দেখতে হবে না , আমিও জানি না :)



***ইংরেজি কেলেন্ডার ধরে বাংলা বছর হিসেব করা সবাইকে, সাথে আমাকেও নববর্ষের শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪২১ (পেপারে দেখে নিলাম )

সুন্দর কাটুক আমাদের নতুন সময়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮

বেলা শেষে বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.