নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতাহার হোসাইন

উড়োজাহাজ

ফেসবুক প্রোফাইল-https://www.facebook.com/ataharh

উড়োজাহাজ › বিস্তারিত পোস্টঃ

আমার ছোট্ট সোনাকে উদ্দেশ্য করে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১



আমার ছোট্ট সোনা

আমার নয়নমনি

তোমাকে একটি সুন্দর সমৃদ্ধ শৈশব দেব বলে

তোমাকে পাঠিয়েছি আমার মাটিতে, আমার চিরায়ত গ্রামে

যেখানে ধুলিমাটি আর কাদায় মিশে বেড়ে উঠেছি আমি।

তোমার ছয় বছরের ছোট্ট জীবনের চারটি বছর শহরে বসবাস হলেও

আমি তোমাকে একপ্রকার ইচ্ছার বিরুদ্ধেই

ইচ্ছা করে পাঠিয়ে দিয়েছি শহর থেকে গ্রামে।

আমি জানি আমার খুব কষ্ট বোধ হয় এই ভেবে যে

তুমি তোমার পিতাকে খুব কমই পাও কাছে

আমার শান্তনা এই টুকু যে তুমি ভালো আছো

গায়ের আলো বাতাস গায়ে মেখে।

আমি তোমাকে শহুরে ইটের খাচায় বন্দী করে

রাখিনি এই ভেবে যে তুমি কেন তুমি বঞ্চিত হবে

আল্লাহর দেয়া নেয়ামত থেকে।

যা তিনি দিয়ে রেখেছেন অফুরন্ত।

শহরের মানুষ তাকে ধ্বংস করে ফেলেছে নগরায়নের চাপে।

এই শহরে ছোট্ট একটি একরুমের বাসায় তুমি বড় হবে

ক্ষুদ্র স্বার্থপর একটি মন নিয়ে তা আমি চাই না।

গ্রামের বিশাল প্রান্তর আর বিশাল আকাশ হৃদয়ে ধারণ করে

তুমি বিশাল মনের অধিকারী হও।

নাগরিক জীবনের আরাম আয়েশে তোমাকে বড় হতে দেইনি

এই ভেবে যে তুমি সংগ্রামী হতে শিখ।

নীচ কুপমণ্ডুক, স্বার্থবাদী শহুরে নাগরিক না হয়ে তুমি মানুষ হও

তোমাকে মানুষ হতে পাঠিয়ে দিয়েছি

তোমার কণ্ঠটা যখন কানে বেজে উঠে

প্রচণ্ড কষ্ট হয় আমার

মনকে বলি তোমাকে নিয়ে আসি এই শহরে

তোমাকে চুমু খাই, বুকে উপর শুইয়ে ঘুম পাড়িয়ে দেই

যেমন করে ঘুম পাড়াই আমি বাড়ি গেলে।

আবার আবেগকে থামিয়ে দেই প্রচন্ড বকে দিয়ে

এখানে এনে খাচায় বন্দী করে বড় করে তোলার কি অধিকার আছে আমার?

পাখিকে ভালো লাগে বলে তো পাখিকে খাঁচায় পোষা মানায় না।

যদি সুন্দর একটা পৃথিবী থাকতো, শান্তিময়

তবে তোমাকে আমার হতে আড়াল করে রাখতাম না।

আগলে রাখতাম কাছাকাছি

এই পৃথিবীর কদর্য রূপ তোমাকে দেখাতে চাইনা।

এই শহরের মানুষগুলো সুস্থ স্বাভাবিক মানুষ নয়,

তারা কোন দানবের ছোয়া পেয়েছে

যার দরুণ তাদের ক্ষুধা মেটে না।

খাই খাই স্বভাব হয়ে গেছে প্রতিটি কথিত মানুষের

বলতে পারো তবে আমি কেন এই শহরেই আছি?

তোমার মতো কোটি শিশুর জন্য সুন্দর একটি দিন আনবো

বলেই আমার জীবনকে উৎসর্গ করা।

আমি বুঝি তোমার মতো কোটি শিশুর হৃদয়ের আর্তি

যখন দেখি টিভি পর্দায় চোখ পেতে বিনোদন খোজে

একমুঠো খোলা প্রান্তর নেই যেখানে

আমার হৃদয়টা ভেঙ্গে যায়

তোমাকে যদি এভাবে দেখতাম একমুঠো খোলা মাঠহীন এই শহরে

সেটা মনে হয় আরো বেশী কষ্টকর হতো

এখন আমি সংগ্রামে আছি

সংগ্রামে তোমাদের কে সুন্দর একটা পৃথিবী দিয়ে যাবো এই প্রত্যাশায়।

আমি জানি তোমাকে আলোর মূখ দেখানো আমার ঠিক হয়নি।

কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মেই তুমি আমার ঔরসে এসেছো

আমি তোমাকে অস্বীকার করতে পারি না।

অস্বীকার করতে পারি না আমার দায়

তোমাকে ভালোভাবে বাঁচতো দিতে হবে।

সংগ্রামে হারি আর জিতি

আমি আমার কর্তব্যটুকু তো পালন করতে পারবো?

এই শহুরে মানুষের মতো হয় তো তোমাকে প্রাতিষ্ঠানিক

শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো না,

কিংবা আমি চাইও না তুমি এ শিক্ষা অর্জন করে আরেকটা দানব হও

কিংবা সেই ক্ষুধার্ত দানব তোমাকে স্পর্শ করুক

আমি সেই কথিত শিক্ষিত মানুষ হতে পারিনি বটে,

কিন্তু আমি কিছুটা হলেও মনে হয় মানুষ হতে পেরেছি

কিংবা অন্তত পক্ষে মানুষ হতে চেয়েছি

মানুষ হওয়ার চেতনা কাজ করছে আত্মায়

বাকীটা তুমি মানুষ হয়ে আমার অপূর্ণতাকে পূর্ণ করো।

হে আল্লাহ তুমি তার সহায় হও

আমি হীন ঐ গায়ে আমি তোমার নিকটই তাকে সোপর্দ করেছি

তুমি তাকে হেফাযত করো।

আমিন, আল্লাহু আমিন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

ত্রিভকাল বলেছেন: সত্যিই কি আপনার মেয়েকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন ?

ভালো লাগলো খুব.।.।.। একটা চাপা কষ্ট অনুভব করলাম।।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

উড়োজাহাজ বলেছেন: কষ্ট আমারো লাগে, তবে ভালোও লাগে। কারণ তার একটা সমৃদ্ধ শৈশব হবে, একটা বলার মতো ছেলে বেলা থাকবে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

ত্রিভকাল বলেছেন: আমারও খুব ইচ্ছে করে আমার ছেলেবেলার প্রিয় জায়গাটাতে ফিরে যেতে ... আফসোস সেটা আর সম্ভব না।


আমি আপনার স্বিদ্ধান্ত কে স্বাগত জানাচ্ছি। আপনার মতোই মানুষদের দরকার আমাদের সমাজে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

উড়োজাহাজ বলেছেন: কি যে বলেন! মানুষতো হতে পারলাম কই? তাছাড়া আমি তো আস্তিক!

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

াগলা শান্তু বলেছেন: দারুন, পড়ে খুব ভালো লাগলো

১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৩

উড়োজাহাজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.