নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ যদি এই আহত, বিকলাঙ্গ মানুষের দেহে জামায়াত শিবির রাজাকারের রক্ত ঢুকে যায় কোন আওয়ামলীগের দেহে , যদি কোন আওয়ামীলীগের রক্ত ঢুকে যায় জামায়াত শিবিরের দেহে- তখন কি হবে? ডাক্তর তো বলবে না এটা জামায়াতের রক্ত, এটা আওয়ামীলীগের দেহে চলবে না। আবার এও বলবে না যে আওয়ামীলীগের রক্ত জামায়াতের দেহে এটা সাপোর্ট করবে না। মানুষের মূল কিন্তু একই। তবে কেন এই ব্যবধান, কেন এই দাঙ্গা হাঙ্গামা- বিভেদের প্রাচীর? একের রক্ত যদি অন্যের দেহে চলে- তবে কেন মতের অমিল? আজ শাহবাগ থেকে রক্ত যাবে, বাশের কেল্লার ফ্যানদের কাছ থেকে রক্ত যাবে। ডাক্তার তো এদের কাউকেই ফিরিয়ে দিবেন না।
একদিকে জামায়াত শিবির মনে করে না আওয়ামীলীগ মানুষ, আবার আওয়ামীলীগ মনে করে না জামায়াত শিবির মানুষ-(ছাগু!)কই সেটাতো বার বার ভুল প্রমানীত হচ্ছে। শুধু আমাদের দেশে নয়। আমরা তো গায়ের রঙ্গের দিক দিয়ে হলেও অনেকটাই এক। পৃথিবীর সব এলাকার সাদা-কালোর রক্তেও তো কোন ব্যবধান নেই। তাহলে সারা বিশ্বে এই যুদ্ধ বিগ্রহ, প্রাণহানী - কার ইশারায় চলছে? আমরা আসলে কার অভিপ্রায়কে পূর্ণতা দিচ্ছি? কার হয়ে কাজ করছি?
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
উড়োজাহাজ বলেছেন: এসব জানা কথা। এখানে দেখতে পারেন।
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
পিওর গাধা বলেছেন: আমাদের নিজেদের মধ্য কুনু ভেদাভেদ নাই, ভেদাভেদ সৃষ্টিতে জ্বালানী ঢালার কাজ টি করে আমাদের কথিত দেশ প্রেমিকের দল।
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২
উড়োজাহাজ বলেছেন: কিন্তু তাদের দেখেন আজ তারা মাঠে নেই। কারণ এখানে কোন ব্যবসা হবে না। বরং কিছুটা খোয়াতে হবে।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ইস্কুল ছাত্র বলেছেন: সাভার ট্রাজেডিতে আহতদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে সাহায্যার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড blood collection করছে, রক্ত দানে আগ্রহীগণ অতি সত্বর ব্যাংক টাওয়ারের নিচ তলায় চলে আসুন। ঠিকানা ৪০ দিলকুশা ঢাকা
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
উড়োজাহাজ বলেছেন: ভাই একটা সত্যি কথা বলি: ডাক্তার আমার রক্ত নেয় না। আমার আরো রক্ত লাগবে।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
মাইন রানা বলেছেন: ওরা দেশ খন্ডিত করতে চায় ক্ষমতার জন্য!!
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
উড়োজাহাজ বলেছেন: আর আমি বসে কপাল চাপড়াই!
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
জাহাজ ব্যাপারী বলেছেন: ওরা যে সব প্রভাবশালী তাই ওদের বিচার তোমার হাতে ছেড়ে দিলাম হে বিধাতা।
Click This Link