নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটি শোকের দিন হয়তো ঘোষিত হয়ে গেছে, আরো শতবার হয়তো ঘোষিত হয়ে গেছে তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়া হবে। হয়তো দোষীরা আবারো পার পেয়ে যাবে তদবির করে, ঘাটে ঘাটে পয়সা দিয়ে। কিন্তু এই অবস্থা আর কত দিন? আর কত এই অস্বাভাবিক মৃত্যু দেখতে হবে আমাদের? সমাজ সভ্যতা কি আসলে জীর্ণ হয়ে গেছে। কি হবে শোকদিবস পালন করে? ফিরে আসবে সেই মায়ের সন্তান, যার এক মেয়ে তাজরীনে পুড়ে ছাই হয়েছে? যার দ্বিতীয় মেয়ে খুব সম্ভবত প্রাণ হারালো রানা প্লাজায়? কি হবে সেই ব্যাক্তির যে শুধু লাশটা পেতে চাইছে আর ঘৃণায় উচ্চারণ করছে এই ঢাকায় থাকবে না বলে! স্রষ্টা কি এতই নিষ্ঠুর হয়ে গিয়েছেন যে মানুষকে একমুঠো খাবারের আশায় দিনে পনেরো থেকে আঠারো ঘন্টা অমানবিক পরিশ্রম করতে হবে বদ্ধ খাচায়? কই পাখিদের বেলায় তো তা দেখি না। সকালবেলা সে খালি পেটে বের হয়ে আর সনধায় পেটভরে ঘরে ফেরে? তাহলে মানুষের খাবার কে ছিনিয়ে নিল? এই মানুষই নয় কি? তারাই কি আবার সঠিক বিচারের আশ্বাস দেয় আমাদের? আমি হতাশ। আমি ক্লান্ত!!
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
উড়োজাহাজ বলেছেন: কোন কথা নেই। হতবাক! নির্বাক!!
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১
উড়োজাহাজ বলেছেন: কোন কথা নেই। হতবাক! নির্বাক!!
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
শুটিং স্টার লষ্ট বলেছেন: ভাই আমরাও হতাশ। শুধু দেখি কিন্তু কি বলবো।
আগের দিন ফাটল দেখা দেয়ার পর ভবন মালিক বলেছে, কিছু হবে না এর জন্য। আর তাইতো গার্মেন্টসগুলোকে আজও লোক কাজ করতে গেছে।
ফলাফল এই মৃত্যু।
আর যে কত দেখবো ...